অনলাইন ডেস্ক
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আনুমানিক ৭০ হাজার মানুষ ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর বিরুদ্ধেও স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
চেক প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টি, কয়েকটি ডানপন্থী দল ও বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল এ বিক্ষোভের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, চেক প্রজাতন্ত্রকে সামরিকভাবে নিরপেক্ষ হতে হবে এবং রাশিয়াসহ অন্যান্য গ্যাস সরবরাহকারী দেশগুলোর সঙ্গে চুক্তি নিশ্চিত করতে হবে।
চেক পুলিশ জানিয়েছে, মধ্য বিকেল পর্যন্ত বিক্ষোভকারীর সংখ্যা আনুমানিক ৭০ হাজারের মতো ছিল।
বিক্ষোভ আয়োজকদের একজন জিরি হ্যাভেল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছি। প্রধানত জ্বালানির দাম, বিদ্যুতের দাম ও গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।’
মুদ্রাস্ফীতি ও জ্বালানির দাম বাড়ানোর জেরে চেক সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করেছিল বিরোধীরা। সেই ভোটে টিকে যাওয়ার একদিন পরেই শহরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ওয়েন্সেসলাস স্কয়ারে বিক্ষোভ হলো।
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা শনিবার স্থানীয় গণমাধ্যম সিটিকে নিউজ সার্ভিসকে বলেছেন, ‘বিক্ষোভকারীদের হৃদয়ে কোনো দেশপ্রেম নেই। তারা দেশের স্বার্থ বোঝে না। ওয়েন্সেসলাস স্কয়ারে যারা বিক্ষোভ করছে, তারা সবাই রুশপন্থী। একই সঙ্গে তারা চরমপন্থী। এই বিক্ষোভকারীরা চেক প্রজাতন্ত্রের স্বার্থবিরোধী বিক্ষোভ করছে।’
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আনুমানিক ৭০ হাজার মানুষ ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর বিরুদ্ধেও স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
চেক প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টি, কয়েকটি ডানপন্থী দল ও বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল এ বিক্ষোভের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, চেক প্রজাতন্ত্রকে সামরিকভাবে নিরপেক্ষ হতে হবে এবং রাশিয়াসহ অন্যান্য গ্যাস সরবরাহকারী দেশগুলোর সঙ্গে চুক্তি নিশ্চিত করতে হবে।
চেক পুলিশ জানিয়েছে, মধ্য বিকেল পর্যন্ত বিক্ষোভকারীর সংখ্যা আনুমানিক ৭০ হাজারের মতো ছিল।
বিক্ষোভ আয়োজকদের একজন জিরি হ্যাভেল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছি। প্রধানত জ্বালানির দাম, বিদ্যুতের দাম ও গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।’
মুদ্রাস্ফীতি ও জ্বালানির দাম বাড়ানোর জেরে চেক সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করেছিল বিরোধীরা। সেই ভোটে টিকে যাওয়ার একদিন পরেই শহরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ওয়েন্সেসলাস স্কয়ারে বিক্ষোভ হলো।
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা শনিবার স্থানীয় গণমাধ্যম সিটিকে নিউজ সার্ভিসকে বলেছেন, ‘বিক্ষোভকারীদের হৃদয়ে কোনো দেশপ্রেম নেই। তারা দেশের স্বার্থ বোঝে না। ওয়েন্সেসলাস স্কয়ারে যারা বিক্ষোভ করছে, তারা সবাই রুশপন্থী। একই সঙ্গে তারা চরমপন্থী। এই বিক্ষোভকারীরা চেক প্রজাতন্ত্রের স্বার্থবিরোধী বিক্ষোভ করছে।’
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৫ ঘণ্টা আগে