অনলাইন ডেস্ক
পোল্যান্ডের প্রধানমন্ত্রী দোনাল্দ দুস্ক জানিয়েছেন, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে এবং মিত্ররা কিয়েভে সর্বোচ্চ যতটুকু সহায়তা করা যায় ততটুকু করছে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোলিশ প্রধানমন্ত্রী বিষয়টি জানান। তাঁর সেই আলোচনার ভিডিও প্রকাশ করেছে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ।
লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন সেই ভিডিও ভাষান্তর করে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, দোনাল্দ দুস্ক বলেন, ‘ন্যাটো (ইউক্রেনকে) যতটা সম্ভব সহায়তা করছে। ন্যাটোর সহায়তা ছাড়া ইউক্রেন নিজেকে খুব বেশি সময় রক্ষা করতে সক্ষম হতো না।’
দোনাল্দ দুস্ক আরও বলেন, ‘হ্যাঁ, সেখানে (ইউক্রেনে) কিছু (ন্যাটো) সেনা আছে। মানে আমি সৈন্যের কথা বলতে চাইছি। সেখানে কিছু সেনা, পর্যবেক্ষক ও প্রকৌশলী আছে।’ তবে ইউক্রেনে ঠিক কতজন ন্যাটো সেনার উপস্থিত আছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি। কিংবা এসব ন্যাটো সেনা কোন দেশের, সে বিষয়েও কোনো তথ্য দেননি।
এর আগে চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রদোস্লাভ সিকোরস্কি একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ন্যাটো সেনা এরই মধ্যে ইউক্রেনে উপস্থিত আছে। পোল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এ মন্তব্য করেছিলেন সিকোরস্কি।
এ ছাড়া, ইউক্রেনের পার্লামেন্টের সদস্য অ্যালেক্সেই গোনশারেনকো সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে ধন্যবাদ জানান। মূলত, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করার কারণে তিনি মাখোঁকে ধন্যবাদ দেন। মাখোঁ প্রস্তাব দিয়েছিলেন, যদি রুশ সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে আরও ভেতরে ঢুকে পড়ে, তবে ইউক্রেনের অনুরোধ সাপেক্ষে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েন করা যেতে পারে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী দোনাল্দ দুস্ক জানিয়েছেন, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে এবং মিত্ররা কিয়েভে সর্বোচ্চ যতটুকু সহায়তা করা যায় ততটুকু করছে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোলিশ প্রধানমন্ত্রী বিষয়টি জানান। তাঁর সেই আলোচনার ভিডিও প্রকাশ করেছে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ।
লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন সেই ভিডিও ভাষান্তর করে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, দোনাল্দ দুস্ক বলেন, ‘ন্যাটো (ইউক্রেনকে) যতটা সম্ভব সহায়তা করছে। ন্যাটোর সহায়তা ছাড়া ইউক্রেন নিজেকে খুব বেশি সময় রক্ষা করতে সক্ষম হতো না।’
দোনাল্দ দুস্ক আরও বলেন, ‘হ্যাঁ, সেখানে (ইউক্রেনে) কিছু (ন্যাটো) সেনা আছে। মানে আমি সৈন্যের কথা বলতে চাইছি। সেখানে কিছু সেনা, পর্যবেক্ষক ও প্রকৌশলী আছে।’ তবে ইউক্রেনে ঠিক কতজন ন্যাটো সেনার উপস্থিত আছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি। কিংবা এসব ন্যাটো সেনা কোন দেশের, সে বিষয়েও কোনো তথ্য দেননি।
এর আগে চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রদোস্লাভ সিকোরস্কি একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ন্যাটো সেনা এরই মধ্যে ইউক্রেনে উপস্থিত আছে। পোল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এ মন্তব্য করেছিলেন সিকোরস্কি।
এ ছাড়া, ইউক্রেনের পার্লামেন্টের সদস্য অ্যালেক্সেই গোনশারেনকো সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে ধন্যবাদ জানান। মূলত, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করার কারণে তিনি মাখোঁকে ধন্যবাদ দেন। মাখোঁ প্রস্তাব দিয়েছিলেন, যদি রুশ সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে আরও ভেতরে ঢুকে পড়ে, তবে ইউক্রেনের অনুরোধ সাপেক্ষে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েন করা যেতে পারে।
নয় বছর বয়সী মেয়ের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলায় বাবা-মাকে ধরে নিয়ে যায় পুলিশ। ম্যাক্সি অ্যালেন ও রোজালিন্ড লেভাইন নামের ওই দম্পতিকে লন্ডনের উত্তরে হার্টফোর্ডশায়ারের ৬ পুলিশ কর্মকর্তা তাদের ৩ বছর বয়সী ছোট মেয়ের সামনে থেকে ধরে নিয়ে যায় এবং আট ঘণ্টা ধরে একটি সেলে আটকে
২ ঘণ্টা আগেগত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের সময় ব্যাংককের উঁচু ভবনগুলো বিপজ্জনকভাবে দুলতে দেখা গেছে, এমনকি ছাদের সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়তে দেখা গেছে। তবে চাটুহাক জেলার অডিটর–জেনারেলের অফিসের নির্মাণাধীন সদর দপ্তরটিই একমাত্র বহুতল ভবন যা ধসে পড়েছে। প্রশ্ন উঠেছে, কেন শুধু এই ভবনটিই ধসে পড়ল? বাকিগুলো কেন অক্ষত?
৫ ঘণ্টা আগেব্রিটিশদের হতাশ করে ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারে যিনি এই জ্যাকপট জিতেছেন, তার পরিমাণ এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি, ২৭ কোটি ডলারেও বেশি।
৫ ঘণ্টা আগেঅবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গতকাল শনিবার ঈদু ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামাস অস্ত্র ছাড়বে না। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে