অনলাইন ডেস্ক
এবার আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে চায় ডেনমার্ক। পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ডেনমার্কে আশ্রয়প্রার্থীদের স্থানান্তর করার বিষয়ে একটি নতুন ব্যবস্থা তৈরির বিষয়ে রুয়ান্ডার সঙ্গে আলাপ আলোচনা করছে। ইউরোপের আরেক দেশ ব্রিটেন এরই মধ্য গত সপ্তাহে সে দেশে আশ্রয়প্রার্থী এবং অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তরের ঘোষণা দিয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত এক দশক ধরে ক্রমবর্ধমান কঠোর অভিবাসন নীতির জন্য কুখ্যাতি অর্জনকারী দেশ ডেনমার্ক গত বছর এমন একটি আইন পাস করেছে যার ফলে—দেশটির সরকার দেশটিতে যাওয়া শরণার্থীদের অন্য একটি অংশীদার দেশে স্থাপিত শরণার্থীশিবিরে স্থানান্তরিত করতে পারবে। সেসময়, দেশ-বিদেশের মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এবং ইউরোপীয় কমিশন ডেনমার্কের এই পদক্ষেপের কড়া সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছিল।
তবে, আইন পাসের সময় ডেনমার্ক তাদের শরণার্থী গ্রহণে ইচ্ছুক এমন কোনো অংশীদার দেশ খুঁজে পায়নি। তবে, রুয়ান্ডার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সম্ভবত দেশটি ব্রিটেনের মতো একই ধরনের পদক্ষেপ নিশ্চিত করতে যাচ্ছে।
বুধবার রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে ডেনমার্কের অভিবাসন মন্ত্রী ম্যাটিয়াস টেসফায়ে বলেছেন, ‘রুয়ান্ডার সরকারের সঙ্গে শরণার্থীদের স্থানান্তরের বিষয়ে আলোচনা আমাদের সংলাপে অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের চুক্তির লক্ষ্য হবে “মানব পাচারকারীদের অপরাধমূলক নেটওয়ার্কের চেয়ে আরও বেশি মর্যাদাপূর্ণ পদ্ধতিতে অভিবাসীদের স্থানান্তর নিশ্চিত করা।’
গত সপ্তাহে, ব্রিটেনও একই ধরনের বক্তব্য দিয়ে জানিয়েছে, তাঁরা হাজার হাজার শরণার্থীকে রুয়ান্ডায় স্থানান্তর করার পরিকল্পনা করেছে। এবং এই নতুন চুক্তির লক্ষ্য মানবপাচার নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা এবং অভিবাসীদের ইংল্যান্ডমুখী প্রবাহকে থামানো।
তবে, ডেনমার্ক এখনো রুয়ান্ডার সঙ্গে কোনো চুক্তি করেনি। মন্ত্রী ম্যাটিয়াস টেসফায়ে বলেছেন, ‘এই বিষয়ে রুয়ান্ডার সঙ্গে চুক্তি করতে চাইলে সরকারে পার্লামেন্টের সমর্থন প্রয়োজন।’
এবার আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে চায় ডেনমার্ক। পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ডেনমার্কে আশ্রয়প্রার্থীদের স্থানান্তর করার বিষয়ে একটি নতুন ব্যবস্থা তৈরির বিষয়ে রুয়ান্ডার সঙ্গে আলাপ আলোচনা করছে। ইউরোপের আরেক দেশ ব্রিটেন এরই মধ্য গত সপ্তাহে সে দেশে আশ্রয়প্রার্থী এবং অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তরের ঘোষণা দিয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত এক দশক ধরে ক্রমবর্ধমান কঠোর অভিবাসন নীতির জন্য কুখ্যাতি অর্জনকারী দেশ ডেনমার্ক গত বছর এমন একটি আইন পাস করেছে যার ফলে—দেশটির সরকার দেশটিতে যাওয়া শরণার্থীদের অন্য একটি অংশীদার দেশে স্থাপিত শরণার্থীশিবিরে স্থানান্তরিত করতে পারবে। সেসময়, দেশ-বিদেশের মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এবং ইউরোপীয় কমিশন ডেনমার্কের এই পদক্ষেপের কড়া সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছিল।
তবে, আইন পাসের সময় ডেনমার্ক তাদের শরণার্থী গ্রহণে ইচ্ছুক এমন কোনো অংশীদার দেশ খুঁজে পায়নি। তবে, রুয়ান্ডার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সম্ভবত দেশটি ব্রিটেনের মতো একই ধরনের পদক্ষেপ নিশ্চিত করতে যাচ্ছে।
বুধবার রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে ডেনমার্কের অভিবাসন মন্ত্রী ম্যাটিয়াস টেসফায়ে বলেছেন, ‘রুয়ান্ডার সরকারের সঙ্গে শরণার্থীদের স্থানান্তরের বিষয়ে আলোচনা আমাদের সংলাপে অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের চুক্তির লক্ষ্য হবে “মানব পাচারকারীদের অপরাধমূলক নেটওয়ার্কের চেয়ে আরও বেশি মর্যাদাপূর্ণ পদ্ধতিতে অভিবাসীদের স্থানান্তর নিশ্চিত করা।’
গত সপ্তাহে, ব্রিটেনও একই ধরনের বক্তব্য দিয়ে জানিয়েছে, তাঁরা হাজার হাজার শরণার্থীকে রুয়ান্ডায় স্থানান্তর করার পরিকল্পনা করেছে। এবং এই নতুন চুক্তির লক্ষ্য মানবপাচার নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা এবং অভিবাসীদের ইংল্যান্ডমুখী প্রবাহকে থামানো।
তবে, ডেনমার্ক এখনো রুয়ান্ডার সঙ্গে কোনো চুক্তি করেনি। মন্ত্রী ম্যাটিয়াস টেসফায়ে বলেছেন, ‘এই বিষয়ে রুয়ান্ডার সঙ্গে চুক্তি করতে চাইলে সরকারে পার্লামেন্টের সমর্থন প্রয়োজন।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৩ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৩ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৩ ঘণ্টা আগে