অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উত্তর-পূর্বাংশে হেনল্ট স্টেশনের কাছে তলোয়ার হাতে এক যুবক রাস্তায় ২ পুলিশসহ কয়েকজনকে আক্রমণ করেছেন। আজ স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পরে সেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পুলিশ বলেছে যে, স্থানীয় সময় সকাল ৭টার আগে তারা ফোন পান। বাড়ির ভেতর একটি গাড়ি ঢুকে পড়েছে এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপর ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে পুলিশ বলেছে যে, সন্দেহভাজন ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে আক্রমণ করেছিল। সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
হতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছে বলে জানায় পুলিশ। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে যে, তারা পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে এবং সবাইকে হাসপাতালে নিয়ে গেছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহত্তর লন্ডনের ৬২০ বর্গমাইল (১,৬০৫ বর্গকিলোমিটার) এলাকাকে নিয়ন্ত্রণকারী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে আডেলেকান বলেছেন, ‘এই ঘটনাকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।’
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে যে, উত্তর-পূর্ব লন্ডনের হেনল্টের কাছে থারলো গার্ডেনসের আবাসিক এলাকার রাস্তায় একজন লোককে সামুরাই-টাইপ তরোয়াল নিয়ে হাঁটতে দেখা গেছে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন যে, তিনি এই ঘটনা শুনে বিধ্বস্ত এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অফিসার এবং জরুরি পরিষেবাগুলো তাদের সর্বোচ্চ সেবা দেখিয়ে আক্রান্তদের রক্ষা করার জন্য ছুটে গিয়েছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
গত সপ্তাহে ইংল্যান্ডের কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় লেবার পার্টির মেয়র সাদিক খানের সমালোচনা করেছিলেন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে লন্ডনে ছুরিকাঘাতের অপরাধ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছুরিকাঘাতের ১৪ হাজার ৫৭৭টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে সামগ্রিকভাবে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে ৭ শতাংশ।
ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উত্তর-পূর্বাংশে হেনল্ট স্টেশনের কাছে তলোয়ার হাতে এক যুবক রাস্তায় ২ পুলিশসহ কয়েকজনকে আক্রমণ করেছেন। আজ স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পরে সেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পুলিশ বলেছে যে, স্থানীয় সময় সকাল ৭টার আগে তারা ফোন পান। বাড়ির ভেতর একটি গাড়ি ঢুকে পড়েছে এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপর ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে পুলিশ বলেছে যে, সন্দেহভাজন ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে আক্রমণ করেছিল। সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
হতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছে বলে জানায় পুলিশ। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে যে, তারা পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে এবং সবাইকে হাসপাতালে নিয়ে গেছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহত্তর লন্ডনের ৬২০ বর্গমাইল (১,৬০৫ বর্গকিলোমিটার) এলাকাকে নিয়ন্ত্রণকারী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে আডেলেকান বলেছেন, ‘এই ঘটনাকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।’
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে যে, উত্তর-পূর্ব লন্ডনের হেনল্টের কাছে থারলো গার্ডেনসের আবাসিক এলাকার রাস্তায় একজন লোককে সামুরাই-টাইপ তরোয়াল নিয়ে হাঁটতে দেখা গেছে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন যে, তিনি এই ঘটনা শুনে বিধ্বস্ত এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অফিসার এবং জরুরি পরিষেবাগুলো তাদের সর্বোচ্চ সেবা দেখিয়ে আক্রান্তদের রক্ষা করার জন্য ছুটে গিয়েছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
গত সপ্তাহে ইংল্যান্ডের কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় লেবার পার্টির মেয়র সাদিক খানের সমালোচনা করেছিলেন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে লন্ডনে ছুরিকাঘাতের অপরাধ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছুরিকাঘাতের ১৪ হাজার ৫৭৭টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে সামগ্রিকভাবে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে ৭ শতাংশ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১১ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১১ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১১ ঘণ্টা আগে