লন্ডনের রাস্তায় তলোয়ার হাতে যুবক, ২ পুলিশসহ কয়েকজন আহত

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উত্তর-পূর্বাংশে হেনল্ট স্টেশনের কাছে তলোয়ার হাতে এক যুবক রাস্তায় ২ পুলিশসহ কয়েকজনকে আক্রমণ করেছেন। আজ স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পরে সেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

পুলিশ বলেছে যে, স্থানীয় সময় সকাল ৭টার আগে তারা ফোন পান। বাড়ির ভেতর একটি গাড়ি ঢুকে পড়েছে এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপর ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে পুলিশ বলেছে যে, সন্দেহভাজন ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে আক্রমণ করেছিল। সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

হতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছে বলে জানায় পুলিশ। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে যে, তারা পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে এবং সবাইকে হাসপাতালে নিয়ে গেছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৃহত্তর লন্ডনের ৬২০ বর্গমাইল (১,৬০৫ বর্গকিলোমিটার) এলাকাকে নিয়ন্ত্রণকারী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে আডেলেকান বলেছেন, ‘এই ঘটনাকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।’

সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে যে, উত্তর-পূর্ব লন্ডনের হেনল্টের কাছে থারলো গার্ডেনসের আবাসিক এলাকার রাস্তায় একজন লোককে সামুরাই-টাইপ তরোয়াল নিয়ে হাঁটতে দেখা গেছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন যে, তিনি এই ঘটনা শুনে বিধ্বস্ত এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অফিসার এবং জরুরি পরিষেবাগুলো তাদের সর্বোচ্চ সেবা দেখিয়ে আক্রান্তদের রক্ষা করার জন্য ছুটে গিয়েছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

গত সপ্তাহে ইংল্যান্ডের কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় লেবার পার্টির মেয়র সাদিক খানের সমালোচনা করেছিলেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে লন্ডনে ছুরিকাঘাতের অপরাধ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছুরিকাঘাতের ১৪ হাজার ৫৭৭টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে সামগ্রিকভাবে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে ৭ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত