Ajker Patrika

রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৭
রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন

পূর্ব ইউক্রেনের আকাশ থেকে একসঙ্গে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন ইউক্রেন সেনারা। গতকাল শনিবার রাশিয়ার দুটি এসইউ-৩৪ বোমারু বিমান ও একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করে বলে জানান ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান।

মাইকোলা ওলেশচুক টেলিগ্রামে বলেন, ‘২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমানবাহিনীর ইউনিটগুলো একবারে তিনটি শত্রু বিমান ধ্বংস করে—দুটি এসইউ-৩৪ ফাইটার-বোমারু বিমান ও একটি এসইউ-৩৫ যুদ্ধ বিমান।’

তবে বার্তা সংস্থা রয়টার্স এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ তথ্য বাস্তব হলে তা হবে মস্কোর জন্য মোট ১০ কোটি ডলারেরও বেশি মূল্যের অত্যাধুনিক যুদ্ধবিমানের ক্ষতি।

রাশিয়ার আগ্রাসনের দুই বছর পূর্তি হওয়ার সময়টাতে ইউক্রেন ফ্রন্টলাইনের কাছাকাছি অঞ্চলে রাশিয়ার বিমান চলার জন্য হুমকি তৈরি করতে পেরেছে। উন্নত পশ্চিমা বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর থেকেই কিয়েভ এসব অস্ত্র মোতায়েন করতে পেরেছে। 

এদিকে ইউক্রেনের আরও একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। আভদিভকা নামের শহর থেকে ইউক্রেনীয় সেনারা পুরোপুরি পশ্চাদপসরণ করছেন। আভদিভকা রাশিয়ার দখলে আসাকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টানা চার মাসের বেশি সময় ধরে শহরটির দখল নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়ছিল রুশ বাহিনী। অবশেষে শহরটির দখল গেল রাশিয়ার কাছে। গতকাল ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল ওলেকজান্দর সিরস্কি জানিয়েছেন, আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত