অনলাইন ডেস্ক
ভারতে কার্যরত এনজিও ও অন্যান্য সংস্থার বিদেশ থেকে অনুদান পেতে প্রয়োজন এফসিআরএ লাইসেন্স। কিন্তু ৩১ ডিসেম্বর এমন ১২ হাজারের বেশি এনজিওর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্স নবায়ন আবেদন গ্রহণ করছে না। এর মধ্যে মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটির আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ১৮ হাজার ৭৭৮টি সংস্থার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে ১২ হাজার ৯৮৯টি নবায়নের জন্য আবেদন করেছিল।
৫ হাজার ৭৮৯টি সংস্থার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর)। প্রত্যাখ্যাত হওয়ায় রাতারাতি তারা এফসিআরএ রেজিস্ট্রেশন হারিয়ে বসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দাবি করছে, এই সংস্থাগুলোর মধ্যে কেউ-ই লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, শুক্রবার শেষ সময়ের আগেই নবায়নের জন্য আবেদন করতে রিমাইন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তা করেননি। আবেদনই যদি না করা হয় তাহলে নবায়নের অনুমতি দেওয়া হবে কীভাবে?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদার তেরেসার দাতব্য সংস্থাসহ ১৭৯টির নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যদের আবেদন যাচাই-বাছাই চলছে।
এফসিআরএ লাইসেন্স হারানো এনজিওগুলোর তালিকায় আছে- অক্সফাম ইন্ডিয়া এবং অক্সফাম ইন্ডিয়া ট্রাস্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, কুষ্ঠ মিশন, ভারতের যক্ষ্মা সমিতি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের মতো সংস্থা।
এফসিআরএ লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যান করাকে বিরূপ সংস্থাগুলোকে দমন করার সরকারি কায়দা বলেই মনে করছেন সমালোচকেরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের কারণে ভারতজুড়ে গরিব, অসুস্থ, দুস্থ, এতিম এবং আশ্রিতদের জন্য পরিচালিত ২৫০টিরও বেশি অ্যাকাউন্টে বিদেশি তহবিল ঢুকতে পারছে না।
কিশোরীদের ধর্মান্তর চেষ্টার অভিযোগে মিশনারিজ অব চ্যারিটি পরিচালিত একটি চাইল্ড হোমের পরিচালকের বিরুদ্ধে গুজরাট পুলিশের অভিযোগ দায়েরের কয়েক সপ্তাহ পর সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ এল।
ভারতে কার্যরত এনজিও ও অন্যান্য সংস্থার বিদেশ থেকে অনুদান পেতে প্রয়োজন এফসিআরএ লাইসেন্স। কিন্তু ৩১ ডিসেম্বর এমন ১২ হাজারের বেশি এনজিওর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্স নবায়ন আবেদন গ্রহণ করছে না। এর মধ্যে মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটির আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ১৮ হাজার ৭৭৮টি সংস্থার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে ১২ হাজার ৯৮৯টি নবায়নের জন্য আবেদন করেছিল।
৫ হাজার ৭৮৯টি সংস্থার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর)। প্রত্যাখ্যাত হওয়ায় রাতারাতি তারা এফসিআরএ রেজিস্ট্রেশন হারিয়ে বসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দাবি করছে, এই সংস্থাগুলোর মধ্যে কেউ-ই লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, শুক্রবার শেষ সময়ের আগেই নবায়নের জন্য আবেদন করতে রিমাইন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তা করেননি। আবেদনই যদি না করা হয় তাহলে নবায়নের অনুমতি দেওয়া হবে কীভাবে?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদার তেরেসার দাতব্য সংস্থাসহ ১৭৯টির নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যদের আবেদন যাচাই-বাছাই চলছে।
এফসিআরএ লাইসেন্স হারানো এনজিওগুলোর তালিকায় আছে- অক্সফাম ইন্ডিয়া এবং অক্সফাম ইন্ডিয়া ট্রাস্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, কুষ্ঠ মিশন, ভারতের যক্ষ্মা সমিতি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের মতো সংস্থা।
এফসিআরএ লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যান করাকে বিরূপ সংস্থাগুলোকে দমন করার সরকারি কায়দা বলেই মনে করছেন সমালোচকেরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের কারণে ভারতজুড়ে গরিব, অসুস্থ, দুস্থ, এতিম এবং আশ্রিতদের জন্য পরিচালিত ২৫০টিরও বেশি অ্যাকাউন্টে বিদেশি তহবিল ঢুকতে পারছে না।
কিশোরীদের ধর্মান্তর চেষ্টার অভিযোগে মিশনারিজ অব চ্যারিটি পরিচালিত একটি চাইল্ড হোমের পরিচালকের বিরুদ্ধে গুজরাট পুলিশের অভিযোগ দায়েরের কয়েক সপ্তাহ পর সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ এল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ মিনিট আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে