গুজরাটে ২২ হাজার কোটি রুপি বিনিয়োগ টাটা–এয়ারবাসের, তৈরি হবে উড়োজাহাজ 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ভারতীয় প্রতিষ্ঠান টাটা এবং বহুজাতিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। এই দুই প্রতিষ্ঠানের গুজরাটে বিপুল অর্থ বিনিয়োগের উদ্দেশ্য হলো—যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা সচিব ড. অজয় কুমার বলেছেন, ‘ভারতে এ ধরনের প্রকল্প এটিই প্রথম—যেখানে একটি বেসরকারি সংস্থা ভারতে সামরিক উড়োজাহাজ তৈরি করবে। প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৯৩৫ কোটি রুপি। উড়োজাহাজগুলো বেসামরিক কাজেও ব্যবহার করা যাবে।’

আগামী রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারোদারায় এই প্রকল্পের কারখানা নির্মাণকাজ উদ্বোধন করবেন। এই প্রকল্প গুজরাটে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করবে। এই প্রকল্প এমন এক সময়ে শুরু হলো যার আর কয়েক দিন পরই গুজরাটের বিধানসভা নির্বাচন।

টাটা–এয়ারবাসের এই যৌথ প্রকল্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস বিশ্লেষকদের। এই নীতি অনুসারে ভারতের প্রতিরক্ষা খাতে বিদেশি অস্ত্র এবং সরঞ্জামের ক্রয় ক্রমশ কমিয়ে আনা হবে এবং সিংহভাগই পূরণ করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে।

এর আগে, গত সেপ্টেম্বরে মহারাষ্ট্রকে হারিয়ে গুজরাট সাড়ে ১৯ বিলিয়ন ডলার সমমূল্যের বিনিয়োগ আকৃষ্ট করে। যে অর্থ বিনিয়োগ করা হবে চিপ নির্মাণ বা সেমিকন্ডাক্টর শিল্পে। মুম্বাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ভ্যান্ডেটা লিমিটেড এবং তাইওয়ানের ফক্সকন গুজরাটে যৌথভাবে আহমেদাবাদে চিপ শিল্প গড়ে তোলার ঘোষণা দেয়। ধারণা করা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে অন্তত ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত