কলকাতা প্রতিনিধি
একাত্তরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে শহীদ ভারতীয়দের শ্রদ্ধা জানাতে দিল্লির ইন্ডিয়া গেটে প্রায় ৫০ বছর ধরে জ্বলছিল অমর জওয়ান জ্যোতি। সেই জ্যোতি আজ শুক্রবার নিভল। তা মিলিয়ে দেওয়া হলো ৪০ একর জমির ওপর ১৭০ কোটি রুপি খরচে করে ২০১৯ সালে নির্মিত জাতীয় যুদ্ধ স্মারকে। সেখানে একসঙ্গে শ্রদ্ধা জানানো হচ্ছে ভারতের বিভিন্ন যুদ্ধে নিহত ২৫ হাজার ৯৪২ শহীদ জওয়ানকে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু হয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নামে শুরু হয়েছে সবকিছুতেই ‘মোদিকরণ।’ ১৯৭২ সালে ইন্দিরা গান্ধীর আমলে নির্মিত অমর জওয়ান জ্যোতিকে মোদির আমলে তৈরি জাতীয় যুদ্ধ স্মারকে মিলিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনও উত্তপ্ত হতে পারে বলে ইঙ্গিত দিতে শুরু করেছেন বিরোধীরা।
প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের শ্রদ্ধা জানাতে ব্রিটিশরা দিল্লির অন্যতম দর্শনীয় স্থান ইন্ডিয়া গেট তৈরি করেছিল। ১৯৭১ সালে পাকিস্তানকে পরাস্ত করার পর ১৯৭২ সালে সেখানে ‘অমর জওয়ান জ্যোতি’র উদ্বোধন করেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রায় ৫০ বছর ধরে সেই অগ্নিশিখা প্রজ্বলিত ছিল। আজ সেই শিখা নিভিয়ে ফেলা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে মোদিকে কটাক্ষ করেন, কেউ কেউ দেশপ্রেম বা আত্মত্যাগের গুরুত্ব বোঝেন না। আমরা ফের প্রজ্বলিত করব অমর জওয়ান জ্যোতি। কংগ্রেসের আরেক নেতা শশী থারুরের প্রশ্ন, ২০১৪-র পর থেকে সবকিছু নতুন করে লিখতে হবে?’
রাহুল গান্ধীর অভিযোগ, বর্তমান সরকারের রাজনৈতিক বা গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি কোনো সম্মান নেই। শিবসেনা এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদীও কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ভারতের জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সেখানেও বিষয়টি সোচ্চার হচ্ছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেনের অভিযোগ, বিজেপি ইতিহাসকে বিকৃত করছে। শুধু অমর জওয়ান জ্যোতি-ই নয়, অরুণাচল ও লাদাখে চীনা আগ্রাসন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সংসদে বিরোধীরা সরব হবেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পাল্টা দাবি, অমর জওয়ান জ্যোতিকে জাতীয় যুদ্ধ স্মারকের মিলিয়ে দেওয়া হয়েছে।
একাত্তরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে শহীদ ভারতীয়দের শ্রদ্ধা জানাতে দিল্লির ইন্ডিয়া গেটে প্রায় ৫০ বছর ধরে জ্বলছিল অমর জওয়ান জ্যোতি। সেই জ্যোতি আজ শুক্রবার নিভল। তা মিলিয়ে দেওয়া হলো ৪০ একর জমির ওপর ১৭০ কোটি রুপি খরচে করে ২০১৯ সালে নির্মিত জাতীয় যুদ্ধ স্মারকে। সেখানে একসঙ্গে শ্রদ্ধা জানানো হচ্ছে ভারতের বিভিন্ন যুদ্ধে নিহত ২৫ হাজার ৯৪২ শহীদ জওয়ানকে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু হয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নামে শুরু হয়েছে সবকিছুতেই ‘মোদিকরণ।’ ১৯৭২ সালে ইন্দিরা গান্ধীর আমলে নির্মিত অমর জওয়ান জ্যোতিকে মোদির আমলে তৈরি জাতীয় যুদ্ধ স্মারকে মিলিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনও উত্তপ্ত হতে পারে বলে ইঙ্গিত দিতে শুরু করেছেন বিরোধীরা।
প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের শ্রদ্ধা জানাতে ব্রিটিশরা দিল্লির অন্যতম দর্শনীয় স্থান ইন্ডিয়া গেট তৈরি করেছিল। ১৯৭১ সালে পাকিস্তানকে পরাস্ত করার পর ১৯৭২ সালে সেখানে ‘অমর জওয়ান জ্যোতি’র উদ্বোধন করেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রায় ৫০ বছর ধরে সেই অগ্নিশিখা প্রজ্বলিত ছিল। আজ সেই শিখা নিভিয়ে ফেলা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে মোদিকে কটাক্ষ করেন, কেউ কেউ দেশপ্রেম বা আত্মত্যাগের গুরুত্ব বোঝেন না। আমরা ফের প্রজ্বলিত করব অমর জওয়ান জ্যোতি। কংগ্রেসের আরেক নেতা শশী থারুরের প্রশ্ন, ২০১৪-র পর থেকে সবকিছু নতুন করে লিখতে হবে?’
রাহুল গান্ধীর অভিযোগ, বর্তমান সরকারের রাজনৈতিক বা গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি কোনো সম্মান নেই। শিবসেনা এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদীও কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ভারতের জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সেখানেও বিষয়টি সোচ্চার হচ্ছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেনের অভিযোগ, বিজেপি ইতিহাসকে বিকৃত করছে। শুধু অমর জওয়ান জ্যোতি-ই নয়, অরুণাচল ও লাদাখে চীনা আগ্রাসন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সংসদে বিরোধীরা সরব হবেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পাল্টা দাবি, অমর জওয়ান জ্যোতিকে জাতীয় যুদ্ধ স্মারকের মিলিয়ে দেওয়া হয়েছে।
তালেবান সরকার আফগানিস্তানে আটক মার্কিন নাগরিকদের মুক্তি দিতে একটি বন্দি বিনিময় চুক্তি ঘোষণা করেছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই বন্দিদের বিনিময়ে আফগান মুজাহিদ খান মোহাম্মদকে মুক্ত করেছে। খান মোহাম্মদকে প্রায় ২০ বছর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়ে
১৮ মিনিট আগেযুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হয় স্থানীয় সময় গত রোববার বেলা সোয়া এগারটার দিকে। এর পর দুদিনে অঞ্চলটিতে প্রবেশ করেছে ১৫৪৫ ট্রাক ত্রাণ। এর মধ্যে গতকাল সোমবার মোট ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে জানিয়েছে জাতিসংঘ। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব
৩৯ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমঝোতা করতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুকের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিতর্কিত নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার, মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো পদক্ষেপের পাশাপাশি তিনি দেশটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও
২ ঘণ্টা আগে