তামিলনাড়ুতে আরও ৩ বাংলাদেশি গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক
Thumbnail image

দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুতে এবার ৩ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার তামিলনাড়ু রাজ্যের নামক্কাল জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, অবৈধ কাগজপত্র দিয়ে অবৈধভাবে কাজ করা এবং অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চার বাংলাদেশি নাগরিক ভিসানামের একটি নির্মাণ সাইটে অবৈধভাবে কাজ করছেন এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে নামক্কাল পুলিশ শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানিয়েছে, পুলিশ তদন্ত করে দেখেছে চার বাংলাদেশির একজনের কাছে বৈধ পাসপোর্ট এবং অন্যান্য নথি ছিল। কিন্তু বাকি তিনজনের কাছে বৈধ কাগজপত্র ছিল না। গ্রেপ্তার ওই তিনজন হলেন—মাহমুদ মোল্লাহ, হানিফ ও আশরাফুল ইসলাম। পুলিশ তাদের গ্রেপ্তার করে চেন্নাইয়ের পুজল কারাগারে রিমান্ডে নেয়। বৈধ কাগজপত্রওয়ালা বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশি নাগরিকেরা গত নয় মাস ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ আরও তদন্ত করছে। 

এর আগে, গত মাসের শেষ দিকে তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। রাজ্যের দক্ষিণ তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত একটি দল দক্ষিণ তিরুপ্পুরের ওই বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে দেখা যায় যে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছয়জন বাংলাদেশি। মূলত তাঁদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছিল। 

পুলিশ জানিয়েছে, এই ছয় জনকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তাঁরা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত