অনলাইন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কূপের ছাদ ধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাজ্যের ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে জমায়েত লোকজনের ভারে কপে ছাদ ধসের ঘটনা ঘটে।
ইন্দোরের কালেক্টর ইলাইয়ারাজা টি’র বরাতে সংবাদ সংস্থা এএনআই জানায়, মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ। আর এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান এখনো চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকার্য শেষ করার নির্দেশ দিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের সবচেয়ে পুরোনো এলাকাগুলোর মধ্যে অন্যতম স্নেহনগরের এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্টের পরিচালনাধীন। প্রায় চার দশক আগে কংক্রিটের স্ল্যাব দিয়ে কূপটি ঢেকে দেওয়ার পর পাশেই বেলেশ্বর মহাদেব মন্দিরটি নির্মাণ করা হয়।
রাম নবমীর দিন কূপটির কংক্রিটের স্ল্যাবের ওপর পূজার আয়োজন করা হয়েছিল। স্ল্যাবটি মন্দিরের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। সেখানে পূজা দিতে ৩০ থেকে ৪০ জন মানুষ জড়ো হয়। এত মানুষের ভার বহনের উপযুক্ত ছিল না স্ল্যাবটি, ফলে এটি ভেঙে লোকজন ৪০ ফুট গভীর কূপে পড়ে যায়।
দুর্ঘটনার পর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কূপের ছাদ ধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাজ্যের ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে জমায়েত লোকজনের ভারে কপে ছাদ ধসের ঘটনা ঘটে।
ইন্দোরের কালেক্টর ইলাইয়ারাজা টি’র বরাতে সংবাদ সংস্থা এএনআই জানায়, মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ। আর এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান এখনো চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকার্য শেষ করার নির্দেশ দিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের সবচেয়ে পুরোনো এলাকাগুলোর মধ্যে অন্যতম স্নেহনগরের এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্টের পরিচালনাধীন। প্রায় চার দশক আগে কংক্রিটের স্ল্যাব দিয়ে কূপটি ঢেকে দেওয়ার পর পাশেই বেলেশ্বর মহাদেব মন্দিরটি নির্মাণ করা হয়।
রাম নবমীর দিন কূপটির কংক্রিটের স্ল্যাবের ওপর পূজার আয়োজন করা হয়েছিল। স্ল্যাবটি মন্দিরের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। সেখানে পূজা দিতে ৩০ থেকে ৪০ জন মানুষ জড়ো হয়। এত মানুষের ভার বহনের উপযুক্ত ছিল না স্ল্যাবটি, ফলে এটি ভেঙে লোকজন ৪০ ফুট গভীর কূপে পড়ে যায়।
দুর্ঘটনার পর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৭ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৮ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৯ ঘণ্টা আগে