Ajker Patrika

সাফারি পার্কে ঘুরতে গিয়ে বাঘের আক্রমণ, অল্পের জন্য রক্ষা

অনলাইন ডেস্ক
সাফারি পার্কে ঘুরতে গিয়ে বাঘের আক্রমণ, অল্পের জন্য রক্ষা

ভারতের উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে বাঘের থাবা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকজন পর্যটক। গাড়িতে করে সাফারি পার্কে ঘোরার সময় বাঘ তেড়ে আসে। তবে এ সময় কোনো বিপদ ঘটেনি। তবে বাঘ তেড়ে আসার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাফারি পার্কে গাড়িতে করে ঘোরার সময় পর্যটকদের তাড়া করে বাঘ। ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়েন তাঁরা। গাড়ির ভেতর থেকেই পুরো ঘটনাটি ভিডিও করেন এক পর্যটক। 

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দা টুইটারে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বাঘটি ঝোপের ভেতর থেকে হঠাৎই তেড়ে আসে। বাঘটি হুংকার দিয়ে গাড়ির সামনে চলে আসে। তবে বাঘটি পর্যটকদের কোনো ক্ষতি করতে পারেনি। গাড়ির চালক বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ি চালিয়ে নেন। ভিডিওতে গাড়ির ভেতরে থাকা পর্যটকদের ভয়ে চিৎকার করতে শোনা যায়। 

ভিডিও শেয়ার করে সেটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, বাঘ বিরক্ত হয়েছিল। এখন প্রত্যেক ঘণ্টায় যদি আপনার বাড়িতে কেউ ঢুকে পড়ে, তাহলে কী করবেন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত