পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন মোদি, দেননি ‘গুড উইল’ বার্তা 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০: ৪৭
Thumbnail image

অনেক বছর ধরেই ভারত-পাকিস্তানে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। একপর্যায়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তবে এবার সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে দিল্লিতে ফিরেছেন নরেন্দ্র মোদি।

পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (পিসিসিএ) বরাতে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, নরেন্দ্র মোদি পোল্যান্ড থেকে দিল্লিতে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছেন। সকাল ১০টা ১৫ মিনিটে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে মোদিকে বহনকারী বিমান। ৪৬ মিনিট অবস্থানের পর বেলা ১১টা ১ মিনিটে পাকিস্তান ছাড়ে ওই বিমান।

সূত্র জানায়, ভারতীয় প্রধানমন্ত্রীর বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ এলাকা দিয়ে ভারতের অমৃতসরে প্রবেশ করে।

বিষয়টি নিয়ে জল ঘোলা হয়েছে পাক মিডিয়ায়।  ইসলামাবাদ অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার।

প্রসঙ্গত, বালাকোট এয়ার স্ট্রাইকের পর, অর্থাৎ ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারির পর থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। যদিও এর দুই বছরের মাথায় ২০২১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মোদি। তখন তাকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় ইসলামাবাদ।

ওই সময় থেকেই ভারতের বাণিজ্যিক বিমানগুলোর জন্য আকাশপথ খুলে দেয় পাকিস্তান। এরপর থেকে সরাসরি উড়ানে আমেরিকা যাওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করছে ভারতীয় বাণিজ্যিক বিমানগুলো। যদিও সম্পর্কের তিক্ততা যে বিদ্যমান, তা সাম্প্রতিক ঘটনায় ফের টের পাওয়া গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত