পাঞ্জাবে কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
Thumbnail image

কংগ্রেস নেতা এবং পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। পাঞ্জাব সরকার মুসওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পর আজ রোববার এই ঘটনা ঘটল। ভিআইপি সংস্কৃতি বন্ধের পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিভিন্ন ব্যক্তির সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছেন। 

সিধু এবং তাঁর দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলার জওহর কে গ্রামে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। সিধুর গাড়ি লক্ষ্য করে অনেকগুলো গুলি করা হয়। পরে তাঁকে গাড়ির ভেতরে সিটে পড়ে থাকতে দেখা যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গ্যাংয়ের মধ্যে বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কানাডা-ভিত্তিক এক গ্যাংস্টার হামলার দায় স্বীকার করেছে। 

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক ভি কে ভাওরা গণমাধ্যমকে বলেন, ‘লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের সঙ্গে জড়িত। এই গ্যাংয়ের সদস্য লাকি কানাডা থেকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।’ 

শুভদীপ সিং সিধুর স্টেজ নাম সিধু মুসওয়ালা। ২৮ বছর বয়সী এই গায়ক কাম রাজনীতিক মনসা জেলার মুসওয়ালা গ্রামের বাসিন্দা। গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। 

সিধু তাঁর গানে বন্দুক সংস্কৃতির পক্ষে প্রচারের জন্য বিভিন্ন মহল থেকে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। ‘সঞ্জু’ গানের মাধ্যমে সহিংসতা প্রচারের অভিযোগে মামলাও হয়েছিল। 

লকডাউন চলাকালে ফায়ারিং রেঞ্জে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। 

গত বছরের ডিসেম্বরে কংগ্রেসে যোগ দেন সিধু। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধু কংগ্রেসের টিকিটে মনসা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আম আদমি পার্টির ডা. বিজয় সিংলার কাছে পরাজিত হন। 

সিধু নিহতের ঘটনায় শোক জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে বলেছেন, ‘প্রতিশ্রুতিশীল কংগ্রেস নেতা এবং প্রতিভাবান শিল্পী সিধু মুসওয়ালা নিহতের ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। বিশ্বজুড়ে তাঁর প্রিয়জন এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’ 

সিধুর সরকারি নিরাপত্তা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা চরণ সিং সাপরা। তিনি বলেছেন, কেন তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হলো, সরকারকে তার জবাব দিতে হবে। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, গায়ক সিধু মুসওয়ালার ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। আম আদমি পার্টির এ নেতা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত