কলকাতা প্রতিনিধি
কোটি কোটি রুপির কয়লা পাচারের তদন্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও দলটির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ফের তলব করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তে নিযুক্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে শুক্রবার কলকাতায় হাজির হওয়ার জন্য ডেকে পাঠিয়েছে।
এর আগেও একাধিকবার ইডি অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।
এদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। সোমবারই ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাগমে মমতা বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এবার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে। সেই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইডির নোটিশ পেলেন অভিষেক।
এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’
বিজেপির অবশ্য পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ বহুদিন ধরেই করে চলেছেন বিজেপির নেতারা। রাজ্যে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও এমন অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার।
কোটি কোটি রুপির কয়লা পাচারের তদন্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও দলটির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ফের তলব করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তে নিযুক্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে শুক্রবার কলকাতায় হাজির হওয়ার জন্য ডেকে পাঠিয়েছে।
এর আগেও একাধিকবার ইডি অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।
এদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। সোমবারই ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাগমে মমতা বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এবার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে। সেই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইডির নোটিশ পেলেন অভিষেক।
এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’
বিজেপির অবশ্য পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ বহুদিন ধরেই করে চলেছেন বিজেপির নেতারা। রাজ্যে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও এমন অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি সম্পন্ন হতে পারে। মার্কিন সংবাদ
১৮ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন। দীর্ঘ সময় প্রার্থী বাছাইপর্ব ও প্রচারণার শেষ পর্যায়ে এসে সমাপনী ভাষণে পরস্পরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
১০ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
১১ ঘণ্টা আগে