অনলাইন ডেস্ক
কাশ্মীরের আলোচিত নেতা ইয়াসিন মালিককে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তাঁর এ শাস্তির বিরুদ্ধে কাশ্মীরের শ্রীনগরে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে জনতা। সেই বিক্ষোভের পর ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মধ্যরাতে পুলিশ একাধিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।
ভারতের পুলিশ বলেছে, অভিযুক্তরা গতকাল ইয়াসিন মালিকের সাজা ঘোষণার আগে তাঁর বাড়ির সামনে দাঙ্গা-হাঙ্গামা ও দেশবিরোধী সাম্প্রদায়িক স্লোগানের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযুক্তদের খুঁজে বের করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা দাবি করেছে পুলিশ।
শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার রাকেশ বাওয়াল বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৩ ধারায় মাইসুমা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া যারা বিক্ষোভে প্ররোচনা দিয়েছে তাদের বিরুদ্ধেও জননিরাপত্তা আইনের অধীনে মামলা করা হবে।’ তাদেরকে জম্মু ও কাশ্মীরের বাইরের কারাগারে বন্দী করা হবে বলেও জানান তিনি।
গতকাল বুধবার শ্রীনগরের মাইসুমা এলাকায় ইয়াসিন মালিকের বাড়ির সামনে কয়েক হাজার সমর্থক জড়ো হয়। তারা ইয়াসিনের সমর্থনে স্লোগান ও বিক্ষোভ করতে থাকে। একসময় এলাকা ঘিরে প্রতিবাদ মিছিল করতে শুরু করে। তখন সমর্থক ও ভারতীয় নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়ে মারে। অন্যদিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার দিল্লির বিশেষ আদালত ইয়াসিন মালিককে দুই মামলায় যাবজ্জীবন, পাঁচ মামলায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁর এসব সাজা একই সঙ্গে চলমান থাকবে। একই সঙ্গে, তাঁকে ১০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।
ইয়াসিন মালিক ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে সন্ত্রাসবাদীদের অর্থায়নের অভিযোগে অভিযুক্ত বলে প্রমাণিত হন। তবে ইয়াসিন মালিক ভারতীয় গোয়েন্দাদের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তারা যদি বিগত ২৮ বছরের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদী আন্দোলনে যুক্ত থাকার প্রমাণ বের করতে পারে তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং নিজেই ফাঁসির দড়িতে ঝুলবেন।
কাশ্মীরের আলোচিত নেতা ইয়াসিন মালিককে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তাঁর এ শাস্তির বিরুদ্ধে কাশ্মীরের শ্রীনগরে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে জনতা। সেই বিক্ষোভের পর ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মধ্যরাতে পুলিশ একাধিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।
ভারতের পুলিশ বলেছে, অভিযুক্তরা গতকাল ইয়াসিন মালিকের সাজা ঘোষণার আগে তাঁর বাড়ির সামনে দাঙ্গা-হাঙ্গামা ও দেশবিরোধী সাম্প্রদায়িক স্লোগানের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযুক্তদের খুঁজে বের করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা দাবি করেছে পুলিশ।
শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার রাকেশ বাওয়াল বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৩ ধারায় মাইসুমা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া যারা বিক্ষোভে প্ররোচনা দিয়েছে তাদের বিরুদ্ধেও জননিরাপত্তা আইনের অধীনে মামলা করা হবে।’ তাদেরকে জম্মু ও কাশ্মীরের বাইরের কারাগারে বন্দী করা হবে বলেও জানান তিনি।
গতকাল বুধবার শ্রীনগরের মাইসুমা এলাকায় ইয়াসিন মালিকের বাড়ির সামনে কয়েক হাজার সমর্থক জড়ো হয়। তারা ইয়াসিনের সমর্থনে স্লোগান ও বিক্ষোভ করতে থাকে। একসময় এলাকা ঘিরে প্রতিবাদ মিছিল করতে শুরু করে। তখন সমর্থক ও ভারতীয় নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়ে মারে। অন্যদিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার দিল্লির বিশেষ আদালত ইয়াসিন মালিককে দুই মামলায় যাবজ্জীবন, পাঁচ মামলায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁর এসব সাজা একই সঙ্গে চলমান থাকবে। একই সঙ্গে, তাঁকে ১০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।
ইয়াসিন মালিক ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে সন্ত্রাসবাদীদের অর্থায়নের অভিযোগে অভিযুক্ত বলে প্রমাণিত হন। তবে ইয়াসিন মালিক ভারতীয় গোয়েন্দাদের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তারা যদি বিগত ২৮ বছরের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদী আন্দোলনে যুক্ত থাকার প্রমাণ বের করতে পারে তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং নিজেই ফাঁসির দড়িতে ঝুলবেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি
৩৩ মিনিট আগেঘোষিত সময়ের মধ্যেই পূর্ব লাদাখে বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করেছে ভারত ও চীন। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে। সূত্রটি বলেছে, শিগগির এই অঞ্চলে নিয়মিত টহল শুরু হবে। এ ছাড়া, দীপাবলি উপলক্ষে চীনা পক্ষ থেকে ভারতীয়দের মিষ্টিও উপহার দেওয়া
২ ঘণ্টা আগেফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৩ ঘণ্টা আগেলেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
৪ ঘণ্টা আগে