অনলাইন ডেস্ক
ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। তাঁদের সবার ছানি অপারেশন করা হয়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে। রাজস্থান সরকারের চিরঞ্জীবী স্বাস্থ্য প্রকল্পের অধীনে এই অস্ত্রোপচার পরিচালিত হয়েছিল।
একজন রোগী বলেন, ‘আমার ২৩ জুন অপারেশন করা হয়েছিল এবং ৫ জুলাই পর্যন্ত দৃষ্টিশক্তি ছিল। সবকিছু পরিষ্কার দেখছিলাম। কিন্তু ৬-৭ জুলাইয়ের মধ্যে দৃষ্টিশক্তি চলে যায়। এরপর আবার অপারেশন করা হয়। কিন্তু দৃষ্টিশক্তি ফিরে আসেনি।’
ওই রোগী বলেছেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, দৃষ্টিশক্তি হারানোর কারণ সংক্রমণ। সংক্রমণ নিরাময়ের চেষ্টা করা হচ্ছে।
রোগীরা চোখে তীব্র ব্যথার অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আবার হাসপাতালে ভর্তি হতে বলে। পরে তাঁদের আবার অস্ত্রোপচার করা হয়। কারও কারও দুবারের বেশি অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু কেউই আর দৃষ্টিশক্তি ফিরে পাননি।
তবে হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তদন্ত চলছে।
ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। তাঁদের সবার ছানি অপারেশন করা হয়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে। রাজস্থান সরকারের চিরঞ্জীবী স্বাস্থ্য প্রকল্পের অধীনে এই অস্ত্রোপচার পরিচালিত হয়েছিল।
একজন রোগী বলেন, ‘আমার ২৩ জুন অপারেশন করা হয়েছিল এবং ৫ জুলাই পর্যন্ত দৃষ্টিশক্তি ছিল। সবকিছু পরিষ্কার দেখছিলাম। কিন্তু ৬-৭ জুলাইয়ের মধ্যে দৃষ্টিশক্তি চলে যায়। এরপর আবার অপারেশন করা হয়। কিন্তু দৃষ্টিশক্তি ফিরে আসেনি।’
ওই রোগী বলেছেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, দৃষ্টিশক্তি হারানোর কারণ সংক্রমণ। সংক্রমণ নিরাময়ের চেষ্টা করা হচ্ছে।
রোগীরা চোখে তীব্র ব্যথার অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আবার হাসপাতালে ভর্তি হতে বলে। পরে তাঁদের আবার অস্ত্রোপচার করা হয়। কারও কারও দুবারের বেশি অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু কেউই আর দৃষ্টিশক্তি ফিরে পাননি।
তবে হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৮ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৯ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
১০ ঘণ্টা আগে