অনলাইন ডেস্ক
ভারতের কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীরে অবশেষে এক দশক পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের দিন-তারিখও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুসারে, জম্মু-কাশ্মীরে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জম্মু-কাশ্মীরে এর আগে, ২০১৪ সালের শেষ দিকে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন তথা গভর্নরের শাসন চলছে। অবশেষে সমস্যাসংকুল রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর অঞ্চলটিতে এই প্রথম বিধানসভা নির্বাচন। এই অনুচ্ছেদে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল।
ভারতীয় নির্বাচন কমিশন আজ শুক্রবার বিকেলে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে। ঘোষিত তারিখ অনুসারে, অঞ্চলটিতে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফা ভোট গ্রহণ হবে ১ অক্টোবর। এ ছাড়া নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর।
কিছুদিন আগে, ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট এক আদেশে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনতে বলে। মূলত সুপ্রিম কোর্টের আদেশের বাধ্যবাধকতা পূরণেই অঞ্চলটিতে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। যা জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ ধাপ।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে অন্তত ৮৭ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভারতের কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীরে অবশেষে এক দশক পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের দিন-তারিখও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুসারে, জম্মু-কাশ্মীরে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জম্মু-কাশ্মীরে এর আগে, ২০১৪ সালের শেষ দিকে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন তথা গভর্নরের শাসন চলছে। অবশেষে সমস্যাসংকুল রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর অঞ্চলটিতে এই প্রথম বিধানসভা নির্বাচন। এই অনুচ্ছেদে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল।
ভারতীয় নির্বাচন কমিশন আজ শুক্রবার বিকেলে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে। ঘোষিত তারিখ অনুসারে, অঞ্চলটিতে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফা ভোট গ্রহণ হবে ১ অক্টোবর। এ ছাড়া নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর।
কিছুদিন আগে, ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট এক আদেশে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনতে বলে। মূলত সুপ্রিম কোর্টের আদেশের বাধ্যবাধকতা পূরণেই অঞ্চলটিতে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। যা জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ ধাপ।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে অন্তত ৮৭ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুকে তুরুপের তাস করেছিল। কিন্তু বিজেপির সেই কৌশল কাজে দেয়নি। রাজ্যটির সাঁওতাল পরগনা অঞ্চলে আদিবাসী ভোটারদের সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপির এই প্রচারণ
৩২ মিনিট আগেপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
২ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
৪ ঘণ্টা আগে