এক দশক পর বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে জম্মু-কাশ্মীরে, তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২০: ০২
Thumbnail image

ভারতের কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীরে অবশেষে এক দশক পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের দিন-তারিখও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুসারে, জম্মু-কাশ্মীরে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জম্মু-কাশ্মীরে এর আগে, ২০১৪ সালের শেষ দিকে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন তথা গভর্নরের শাসন চলছে। অবশেষে সমস্যাসংকুল রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর অঞ্চলটিতে এই প্রথম বিধানসভা নির্বাচন। এই অনুচ্ছেদে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। 

ভারতীয় নির্বাচন কমিশন আজ শুক্রবার বিকেলে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে। ঘোষিত তারিখ অনুসারে, অঞ্চলটিতে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফা ভোট গ্রহণ হবে ১ অক্টোবর। এ ছাড়া নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর। 

কিছুদিন আগে, ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট এক আদেশে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনতে বলে। মূলত সুপ্রিম কোর্টের আদেশের বাধ্যবাধকতা পূরণেই অঞ্চলটিতে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। যা জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ ধাপ। 

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে অন্তত ৮৭ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত