সঞ্জীবের গড়া দুর্গার এবারের থিম করোনা টিকা

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ২০: ৪৩

আসামের ধুবড়ি জেলার সঞ্জীব বসাক চাকরি করেন জেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে। দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা তাঁর পেশা ও নেশা।

সঞ্জীব আসলে একজন দক্ষ শিল্পী। প্রতি বছর দুর্গা প্রতিমা বানান। তবে সাবেকিয়ানার বদলে দেবী দুর্গার মাধ্যমেও তিনি মানুষকে বার্তা দিতে চান। তাই প্রতিমা বানানোর পেছনেও কাজে লাগান ভাবনা।

এ বছর তাঁর ভাবনায় টিকাকরণ। করোনা মহামারি রোধে টিকার বিকল্প নেই। কিন্তু বিশেষজ্ঞরা বারবার বললেও মানুষের মধ্যে অন্ধ ধারণা রয়েছে। ভারত সরকার বিনা পয়সায় টিকার ব্যবস্থা করলেও অনেকেই ভয় পাচ্ছেন।

তাই করোনা সচেতনতার কথা মাথায় রেখে এবারও অভিনব দুর্গা বানাচ্ছেন সঞ্জীব। ইনজেকশনের সিরিঞ্জ, সুই ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে অভিনব দুর্গা। ধুবড়ি জুডিশিয়াল কলোনির স্বামী বিবেকানন্দ ক্লাবের দুর্গা এবারও নজর কাড়বে সকলের। 

সঞ্জীব বলেন, 'আমি নিজে কাজ করি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরে। তাই আমারও দায়িত্ব আছে সমাজকে দুর্যোগের বিষয়ে সচেতন করা। তাই এই উদ্যোগ।' 
 
গতবার মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে বানিয়েছিলেন প্রতিমা। এসব ওষুধ যে ক্ষতিকারক সেটা বুঝিয়েছেন তিনি। তার আগে বৈদ্যুতিক আবর্জনা দিয়েও দুর্গা বানিয়েছেন তিনি। বানিয়েছে দেশলাই কাঠি দিয়েও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত