অনলাইন ডেস্ক
সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেবেন মোদি। তবে এর আগেই তাঁকে চাপে ফেলার চেষ্টা করলেন সদ্য নির্বাচনে চাঙা হয়ে যাওয়া বিরোধী দলগুলোর নেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে রাহুল বলেন, এক্সিট পোলের মাধ্যমে দেশের ৫ কোটি বিনিয়োগকারীর ৩০ লাখ কোটি টাকা লুট হয়েছে। সেই লুটের কারিগর কারা? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভোটের ফল প্রকাশের আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দিলেন? মানুষকে বিনিয়োগের উপদেশ দেওয়া কি প্রধানমন্ত্রীর কাজ?
৩০ লাখ কোটি টাকার শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তও দাবি করেন কংগ্রেস নেতা। এই কেলেঙ্কারিতে কারা লাভবান হয়েছে এবং কীভাবে হয়েছে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এবার লোকসভা নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদি ও অমিত শাহ এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘৪ জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে।’
অন্যদিকে একই সংবাদমাধ্যমের মোদি দাবি করেন, ৪ জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজার চাঙা হয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের এমন মন্তব্যকেই লক্ষ্যবস্তু করেন রাহুল গান্ধী। অভিযোগ করেন, এর মধ্যে দিয়ে বিজেপির শীর্ষ দুই নেতা দেশের ৫ কোটি বিনিয়োগকারীকে উসকে দিয়েছেন।
বিরোধী নেতাদের অভিযোগ, মোদি এবং অমিত শাহ শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দেওয়ার পর বুথ ফেরত জরিপে তাঁদের দল বিজেপির ভূমিধস বিজয়ের ভবিষ্যদ্বাণী করা হয়। এর ফলে রাতারাতি বিনিয়োগ ভারতীয়দের বিপুল অর্থ বিদেশি কয়েকটি সংস্থা ট্রেডিং করে লুটে নেয় বলে দাবি করা হচ্ছে। বিরোধীদের তথ্য অনুযায়ী, এভাবে প্রায় ৩০ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেবেন মোদি। তবে এর আগেই তাঁকে চাপে ফেলার চেষ্টা করলেন সদ্য নির্বাচনে চাঙা হয়ে যাওয়া বিরোধী দলগুলোর নেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে রাহুল বলেন, এক্সিট পোলের মাধ্যমে দেশের ৫ কোটি বিনিয়োগকারীর ৩০ লাখ কোটি টাকা লুট হয়েছে। সেই লুটের কারিগর কারা? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভোটের ফল প্রকাশের আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দিলেন? মানুষকে বিনিয়োগের উপদেশ দেওয়া কি প্রধানমন্ত্রীর কাজ?
৩০ লাখ কোটি টাকার শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তও দাবি করেন কংগ্রেস নেতা। এই কেলেঙ্কারিতে কারা লাভবান হয়েছে এবং কীভাবে হয়েছে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এবার লোকসভা নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদি ও অমিত শাহ এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘৪ জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে।’
অন্যদিকে একই সংবাদমাধ্যমের মোদি দাবি করেন, ৪ জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজার চাঙা হয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের এমন মন্তব্যকেই লক্ষ্যবস্তু করেন রাহুল গান্ধী। অভিযোগ করেন, এর মধ্যে দিয়ে বিজেপির শীর্ষ দুই নেতা দেশের ৫ কোটি বিনিয়োগকারীকে উসকে দিয়েছেন।
বিরোধী নেতাদের অভিযোগ, মোদি এবং অমিত শাহ শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দেওয়ার পর বুথ ফেরত জরিপে তাঁদের দল বিজেপির ভূমিধস বিজয়ের ভবিষ্যদ্বাণী করা হয়। এর ফলে রাতারাতি বিনিয়োগ ভারতীয়দের বিপুল অর্থ বিদেশি কয়েকটি সংস্থা ট্রেডিং করে লুটে নেয় বলে দাবি করা হচ্ছে। বিরোধীদের তথ্য অনুযায়ী, এভাবে প্রায় ৩০ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ম্যাকমাহন। স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট তাঁর নিয়োগ নিশ্চিত করেছে। তাঁকে এমন এক দপ্তরের নেতৃত্বে বসানো হলো, যেটি ভেঙে দেওয়ার ব্যাপারে...
৬ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনার মোকাবিলায় মিসর একটি বিকল্প প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব অনুসারে, গাজার শাসনভার আর হামাসের থাকবে না। বরং, আরব, মুসলিম ও পশ্চিমা দেশগুলো নিয়ন্ত্রিত...
৩৬ মিনিট আগেবর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। বিশ্বের ৬২ শতাংশ মুসলিম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং তুরস্কে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদক কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। মূলত, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কশাঘাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিচ্ছে টিএসএমসি।
২ ঘণ্টা আগে