অনলাইন ডেস্ক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে। কারণ, রাশিয়ার তেল ভারতের স্বার্থ সংরক্ষণ করে। আজ মঙ্গলবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের এমন অবস্থানের বিষয়ে দেশটি পশ্চিমা বিশ্বের তরফ থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে। এমনকি পশ্চিমা দেশগুলো ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল না কেনার জন্য অনুরোধও করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সার্বিক বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করবে বলে জানানো হয়েছে ভারত সরকারের এক বিবৃতিতে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দিল্লি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সংলাপের মাধ্যমে সমাধান বের করার বিষয়ে আবারও জোরারোপ করেছে।
রাশিয়ার জ্বালানি কেনারা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, ‘ভারত তেল ও গ্যাসের তৃতীয় বৃহত্তম ভোক্তা এবং যেখানে আয় (ভারতের) খুব বেশি নয়, তাই আমাদের সাশ্রয়ী মূল্যের উৎস সন্ধান করতে হবে। আর এ ক্ষেত্রে ভারত-রাশিয়া সম্পর্ক আমাদের স্বার্থ রক্ষা করে।’ এ সময় তিনি জ্বালানি তেল কেনার বিষয়টি চালিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত করে বলেন, ‘আমরা এটি এগিয়ে নিয়ে যাব।’
সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে বেশ উষ্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বশেষ গত সেপ্টেম্বরে সমরকন্দে মিলিত হয়েছিলেন। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ছাড়াও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে। কারণ, রাশিয়ার তেল ভারতের স্বার্থ সংরক্ষণ করে। আজ মঙ্গলবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের এমন অবস্থানের বিষয়ে দেশটি পশ্চিমা বিশ্বের তরফ থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে। এমনকি পশ্চিমা দেশগুলো ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল না কেনার জন্য অনুরোধও করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সার্বিক বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করবে বলে জানানো হয়েছে ভারত সরকারের এক বিবৃতিতে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দিল্লি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সংলাপের মাধ্যমে সমাধান বের করার বিষয়ে আবারও জোরারোপ করেছে।
রাশিয়ার জ্বালানি কেনারা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, ‘ভারত তেল ও গ্যাসের তৃতীয় বৃহত্তম ভোক্তা এবং যেখানে আয় (ভারতের) খুব বেশি নয়, তাই আমাদের সাশ্রয়ী মূল্যের উৎস সন্ধান করতে হবে। আর এ ক্ষেত্রে ভারত-রাশিয়া সম্পর্ক আমাদের স্বার্থ রক্ষা করে।’ এ সময় তিনি জ্বালানি তেল কেনার বিষয়টি চালিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত করে বলেন, ‘আমরা এটি এগিয়ে নিয়ে যাব।’
সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে বেশ উষ্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বশেষ গত সেপ্টেম্বরে সমরকন্দে মিলিত হয়েছিলেন। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ছাড়াও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা।
পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছে ইমরান খানের সমর্থকেরা। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা আজ মঙ্গলবার
৩৬ মিনিট আগেগুরুত্বপূর্ণ কারণ ছিল—মুসলিম ভোটের বিভাজন। যার ফলে, রাজ্য বিধানসভার মুসলিম অধ্যুষিত ৩৮টি আসনের একটি বড় অংশকেই শাসক জোটকে পকেটে পুরতে সহায়তা করেছে
১ ঘণ্টা আগেপাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে
৩ ঘণ্টা আগেদুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া ১০০-এর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে