এখন পর্যন্ত এগিয়ে বিজেপির জোট, লড়ছে ‘ইন্ডিয়া’

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১১: ৪২
আপডেট : ০৪ জুন ২০২৪, ১৫: ১৬

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। তবে শক্ত লড়াই করছে বিরোধী জোট ইন্ডিয়ায়। প্রথম দিকে এ দুই জোটের ব্যবধান বেশ বড় হলেও ক্রমেই তা আস্তে আস্তে কমছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, বিজেপির জোট হয়তো এবারও ক্ষমতায় টিকে থাকবে, তবে বিরোধীদের সঙ্গে ব্যবধান খুব বেশি হবে না। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত লোকসভার ৫৪৩টি আসনের ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট এগিয়ে আছে ২৯২টি আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২২টি আসনে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ২৯টি আসনে। 

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে আছে ২৭২টি আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২৯টি আসনে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ২৭টি আসনে। 

গণনার এই অবস্থা থেকে একটি বিষয় প্রায় নিশ্চিত যে, মোদি এবং তাঁর জোট যেমনটা আশা করেছিল যে, এবারের লোকসভা নির্বাচনে তাঁরা চার শতাধিক আসন পাবে, তেমনটা আর হচ্ছে না। বরং বিরোধীদের পাল্লাই এবার ভারী হতে চলেছে। এমনকি খোদ কংগ্রেসও দারুণ লড়াই করেছে। 

ভারতের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের পর এই প্রথম আবারও শতাধিক আসনে এককভাবে জয়ী হতে যাচ্ছে দেশটির সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোট গণনা থেকে দেখা গেছে, কংগ্রেসের প্রার্থীরা শতাধিক আসনে এগিয়ে আছেন। দুই আসন থেকে নির্বাচনে লড়া রাহুল গান্ধীও জয়ের পথেই আছেন। 

বিজেপি ক্ষমতায় আসার সময় থেকেই জাতীয় পর্যায়ের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। এর পরের নির্বাচন, অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ৫২টি আসন। তারপর এই প্রথম শতাধিক আসন পেতে পারে বলে দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত