অনলাইন ডেস্ক
বাংলাদেশের হিন্দুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে বিশ্ব হিন্দু আধ্যাত্মিক আন্দোলন (ইসকন)। গতকাল শুক্রবার ইসকন ইন্ডিয়ার সহসভাপতি রাধারমণ দাস এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান সহিংসতার বিষয়ে বিশ্ব নেতাদের নীরবতার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে রাধারমণ দাস বলেছেন, ‘বাংলাদেশে হিন্দু নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। শুধু অক্টোবর মাসেই অসংখ্য হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন, অথচ এ বিষয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতারা একেবারে নীরব। আমি এ উদাসীনতা মেনে নিতে পারছি না।’
তিনি আরও বলেন, হিন্দু সমাজের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কে পাশে আছে তা তাঁরা জানে। ট্রাম্পের ‘ঐতিহাসিক’ অবদানের কথা স্মরণ করে তিনি জানান, ১৯৭৮ সালে নিউইয়র্কে প্রথম রথযাত্রার আয়োজনের জন্য ট্রাম্প জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন।
হিন্দুদের প্রতি বিশ্বব্যাপী সচেতনতা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দাস বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি গুরুতর হওয়া সত্ত্বেও ভারতের হিন্দু সমাজের নীরব থাকা খুবই হতাশাজনক।’
গত বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে এক বার্তায় এই ইসকন নেতা বলেন, ট্রাম্প হিন্দু আমেরিকানদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন ও তাঁদের স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ আগে ট্রাম্প এক এক্স পোস্টে বলেন, ‘আমি হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চালানো বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে লুটপাট ও সহিংসতার ফলে পরিস্থিতি অরাজক অবস্থায় রয়েছে। আমার প্রশাসনে এটি কখনও ঘটতে দিতাম না।’
তিনি তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে কটাক্ষ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হ্যারিস হিন্দুদের প্রতি ‘উদাসীন’ ছিলেন এবং আমেরিকাসহ বিশ্বজুড়ে হিন্দুদের উপেক্ষা করেছেন।
ট্রাম্প বলেন, ‘কমলা ও জো বাইডেন বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। তাঁরা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত—সবক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শান্তি ফিরিয়ে আনব।’
দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প ভারত এবং তাঁর ‘ভাল বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন।
বাংলাদেশের হিন্দুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে বিশ্ব হিন্দু আধ্যাত্মিক আন্দোলন (ইসকন)। গতকাল শুক্রবার ইসকন ইন্ডিয়ার সহসভাপতি রাধারমণ দাস এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান সহিংসতার বিষয়ে বিশ্ব নেতাদের নীরবতার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে রাধারমণ দাস বলেছেন, ‘বাংলাদেশে হিন্দু নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। শুধু অক্টোবর মাসেই অসংখ্য হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন, অথচ এ বিষয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতারা একেবারে নীরব। আমি এ উদাসীনতা মেনে নিতে পারছি না।’
তিনি আরও বলেন, হিন্দু সমাজের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কে পাশে আছে তা তাঁরা জানে। ট্রাম্পের ‘ঐতিহাসিক’ অবদানের কথা স্মরণ করে তিনি জানান, ১৯৭৮ সালে নিউইয়র্কে প্রথম রথযাত্রার আয়োজনের জন্য ট্রাম্প জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন।
হিন্দুদের প্রতি বিশ্বব্যাপী সচেতনতা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দাস বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি গুরুতর হওয়া সত্ত্বেও ভারতের হিন্দু সমাজের নীরব থাকা খুবই হতাশাজনক।’
গত বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে এক বার্তায় এই ইসকন নেতা বলেন, ট্রাম্প হিন্দু আমেরিকানদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন ও তাঁদের স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ আগে ট্রাম্প এক এক্স পোস্টে বলেন, ‘আমি হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চালানো বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে লুটপাট ও সহিংসতার ফলে পরিস্থিতি অরাজক অবস্থায় রয়েছে। আমার প্রশাসনে এটি কখনও ঘটতে দিতাম না।’
তিনি তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে কটাক্ষ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হ্যারিস হিন্দুদের প্রতি ‘উদাসীন’ ছিলেন এবং আমেরিকাসহ বিশ্বজুড়ে হিন্দুদের উপেক্ষা করেছেন।
ট্রাম্প বলেন, ‘কমলা ও জো বাইডেন বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। তাঁরা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত—সবক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শান্তি ফিরিয়ে আনব।’
দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প ভারত এবং তাঁর ‘ভাল বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামীকাল রোববার। আর ঠিক তার এক দিন আগে নিজ নামে একটি ক্রিপ্টোকারেন্সির মিম কয়েন বাজারে ছেড়েছেন তিনি। ছাড়ার কয়েক ঘণ্টার মাথায় ‘$ (ডলার) ট্রাম্প’ এই মিম কয়েনের সার্বিক বাজারমূল্য ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর ট্রাম্প এবং ট্রাম্পের...
১০ মিনিট আগে২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদেও ২০২৪ সালে নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। গত নভেম্বরে নির্বাচন ও এর আগে নির্বাচনী প্রচারণায়...
১ ঘণ্টা আগেগাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হয়নি এবং গাজায় এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘অভিযান’ চালিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার..
২ ঘণ্টা আগেআফ্রিকার ভূমধ্যসাগর উপকূলবর্তী দেশ মরোক্কো ৩০ লাখ বেওয়ারিশ কুকুর নিধনের পরিকল্পনা করেছে। মূলত মরক্কো ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে মিলে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে। আর এ লক্ষ্যেই সম্প্রতি দেশটি ঘোষণা করেছে, তারা পর্যটন আকর্ষণ বাড়াতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে ৩০ লাখ পর্যন্ত বেওয়ারিশ কুকুর...
২ ঘণ্টা আগে