বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় ট্রাম্পের প্রশংসা করল ইসকন

অনলাইন ডেস্ক
Thumbnail image
হোয়াইট হাউসে দিওয়ালি উদ্‌যাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাংলাদেশের হিন্দুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে বিশ্ব হিন্দু আধ্যাত্মিক আন্দোলন (ইসকন)। গতকাল শুক্রবার ইসকন ইন্ডিয়ার সহসভাপতি রাধারমণ দাস এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান সহিংসতার বিষয়ে বিশ্ব নেতাদের নীরবতার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে রাধারমণ দাস বলেছেন, ‘বাংলাদেশে হিন্দু নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। শুধু অক্টোবর মাসেই অসংখ্য হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন, অথচ এ বিষয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতারা একেবারে নীরব। আমি এ উদাসীনতা মেনে নিতে পারছি না।’

তিনি আরও বলেন, হিন্দু সমাজের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কে পাশে আছে তা তাঁরা জানে। ট্রাম্পের ‘ঐতিহাসিক’ অবদানের কথা স্মরণ করে তিনি জানান, ১৯৭৮ সালে নিউইয়র্কে প্রথম রথযাত্রার আয়োজনের জন্য ট্রাম্প জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন।

হিন্দুদের প্রতি বিশ্বব্যাপী সচেতনতা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দাস বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি গুরুতর হওয়া সত্ত্বেও ভারতের হিন্দু সমাজের নীরব থাকা খুবই হতাশাজনক।’

গত বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে এক বার্তায় এই ইসকন নেতা বলেন, ট্রাম্প হিন্দু আমেরিকানদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন ও তাঁদের স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ আগে ট্রাম্প এক এক্স পোস্টে বলেন, ‘আমি হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চালানো বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে লুটপাট ও সহিংসতার ফলে পরিস্থিতি অরাজক অবস্থায় রয়েছে। আমার প্রশাসনে এটি কখনও ঘটতে দিতাম না।’

তিনি তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে কটাক্ষ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হ্যারিস হিন্দুদের প্রতি ‘উদাসীন’ ছিলেন এবং আমেরিকাসহ বিশ্বজুড়ে হিন্দুদের উপেক্ষা করেছেন।

ট্রাম্প বলেন, ‘কমলা ও জো বাইডেন বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। তাঁরা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত—সবক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শান্তি ফিরিয়ে আনব।’

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প ভারত এবং তাঁর ‘ভাল বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত