জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১২: ০৩
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২: ২৯

জম্মু-কাশ্মীরে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনাসহ দুজন বেসামরিক নাগরিক। গতকাল শনিবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রশাসিত অঞ্চলটির অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা চালায়। কথিত এসব সন্ত্রাসী বিদেশি নাগরিক বলে দাবি করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

কোকেরনাগের এই বন্দুকযুদ্ধ গত এক বছরের মধ্যে দ্বিতীয় বড় সংঘর্ষ। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে সেখানকার জঙ্গলে কথিত সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের একজন কমান্ডিং অফিসার, একজন মেজর এবং একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশসহ বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সের এক পোস্টে বলেছে, চলমান অভিযানে সন্ত্রাসীদের নির্বিচার, মরিয়া ও বেপরোয়া গুলিবর্ষণে দুজন বেসামরিক নাগরিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের তাৎক্ষণিক চিকিৎসাসহায়তা দেওয়া হয়েছে এবং দূরে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযান চলছে।

ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তাকর্মী পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত