আপনারা আদিবাসী, বিজেপি বলে বনবাসী: আসামে রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২১: ৩২
Thumbnail image

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আজ শনিবার ষষ্ঠ দিন অতিক্রম করেছে। ভারতের মণিপুর থেকে শুরু হওয়া এই যাত্রা ষষ্ঠ দিনে আসাম রাজ্যে অবস্থান করছিল। আসামের মাজুলি এলাকায় একটি সমাবেশে রাহুল গান্ধী দাবি করেছেন, তাঁর দল কংগ্রেস যাদেরকে ‘আদিবাসী’ বলে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদেরকে ‘বনবাসী’ হিসেবে চিহ্নিত করে। 

মাজুলির সমাবেশে উপস্থিত বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, ‘আমরা আপনাদের আদিবাসী বলি; তারা আপনাদের বনবাসী বলে। এই দুটির মধ্যে পার্থক্য কী জানেন? আদিবাসী মানে প্রথম নাগরিক, যারা পৃথিবীতে আগে এসেছেন। আর বনবাসী মানে যারা বনে থাকে।’ 

রাহুল দাবি করেন—বিজেপি যখন আদিবাসীদের জঙ্গলে রাখতে চায় এবং তাদের সন্তানদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে বঞ্চিত করতে চায়, কংগ্রেস তাদের কাছ থেকে অন্যায়ভাবে হরণ করা সব ফিরিয়ে দিতে চায়। 

কয়েক মাস ধরে মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো সেখানে যাননি বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘আমরা মণিপুর থেকে যাত্রা শুরু করেছি। বিজেপি মণিপুর পুড়িয়ে দিয়েছে। কয়েক মাস ধরে মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি ছিল। মানুষ একে অপরকে হত্যা করছে এবং আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মণিপুরে যাননি।’ 

ভাষণে আসামের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলেও উল্লেখ করেন রাহুল। 

আসামের লাখিমপুরে অনুষ্ঠিত এক সমাবেশে রাহুল আরও দাবি করেন, বর্তমান বিজেপি সরকার আসামকে দিল্লি থেকে পরিচালনা করতে চায়। কিন্তু আসাম পরিচালিত হবে রাজ্য থেকেই। 

ভারত জোড়ো ন্যায় যাত্রায় গতকাল বৃহস্পতিবারই আসামে প্রবেশ করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দলটি। আজ শুক্রবার ষষ্ঠ দিনে নৌকায় চড়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে আসামের দ্বীপ মাজুলিতে পৌঁছান তাঁরা। পরিকল্পনা অনুযায়ী ৬৬ দিনের এই যাত্রায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত