অনলাইন ডেস্ক
ভারতের তামিলনাড়ুতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সঞ্জয় চন্দ্র বর্মণ। অবৈধভাবে তিরুপ্পুরে বসবাসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গত শুক্রবার পুজহাল কারাগারে পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার ভেলামপালায়ম-১৫ থানার পুলিশ সঞ্জয় চন্দ্র বর্মণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাঁকে আথুপালায়মের একটি বাড়িতে খুঁজে বের করে। যেখানে তিনি ৪ দিন আগে স্থানান্তরিত হয়েছিলেন এবং ভেলামপালায়মের একটি পোশাক কারখানায় কাজের জন্য যোগ দিয়েছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে সঞ্জয় চন্দ্র স্বীকার করেন, তিনি বিগত ১৩ বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করেছেন। গুজরাট পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাম পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে অনুসরণ করছিল। পুলিশের অভিযোগ, তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যদের যোগাযোগ ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সঞ্জয় চন্দ্র বর্মণের বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশে ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি তিরুপ্পুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করছিলেন। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন বলেও জানিয়েছে পুলিশ।
তামিলনাড়ু সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভেলামপালায়ম পুলিশের ইন্সপেক্টর কে প্রেমা এবং তাঁর দল তামিলনাড়ুতে সঞ্জয়ের অবৈধভাবে অবস্থানের বিষয়ে জানতে পারার পর অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্মণ পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং জাল নথি জমা দিয়ে একটি আধার কার্ডও হাসিল করেছিল। তিনি পশ্চিমবঙ্গের ঠিকানাসহ একটি প্যান কার্ডও পেয়েছিলেন। কয়েক মাস আগে সে তিরুপ্পুরে চলে আসে এবং কাছের আথুপালায়মে একটি ভাড়া রুম নিয়ে থাকতে শুরু করে।’
ভারতের তামিলনাড়ুতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সঞ্জয় চন্দ্র বর্মণ। অবৈধভাবে তিরুপ্পুরে বসবাসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গত শুক্রবার পুজহাল কারাগারে পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার ভেলামপালায়ম-১৫ থানার পুলিশ সঞ্জয় চন্দ্র বর্মণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাঁকে আথুপালায়মের একটি বাড়িতে খুঁজে বের করে। যেখানে তিনি ৪ দিন আগে স্থানান্তরিত হয়েছিলেন এবং ভেলামপালায়মের একটি পোশাক কারখানায় কাজের জন্য যোগ দিয়েছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে সঞ্জয় চন্দ্র স্বীকার করেন, তিনি বিগত ১৩ বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করেছেন। গুজরাট পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাম পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে অনুসরণ করছিল। পুলিশের অভিযোগ, তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যদের যোগাযোগ ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সঞ্জয় চন্দ্র বর্মণের বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশে ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি তিরুপ্পুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করছিলেন। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন বলেও জানিয়েছে পুলিশ।
তামিলনাড়ু সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভেলামপালায়ম পুলিশের ইন্সপেক্টর কে প্রেমা এবং তাঁর দল তামিলনাড়ুতে সঞ্জয়ের অবৈধভাবে অবস্থানের বিষয়ে জানতে পারার পর অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্মণ পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং জাল নথি জমা দিয়ে একটি আধার কার্ডও হাসিল করেছিল। তিনি পশ্চিমবঙ্গের ঠিকানাসহ একটি প্যান কার্ডও পেয়েছিলেন। কয়েক মাস আগে সে তিরুপ্পুরে চলে আসে এবং কাছের আথুপালায়মে একটি ভাড়া রুম নিয়ে থাকতে শুরু করে।’
ইয়াসমিন ঈদ বলেন, ‘আমার মেয়েরা ক্ষুধার তাড়নায় তাদের আঙুল চুষে, আর আমি তাদের পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়াই।’ গাজায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠছে। খাবারের অভাবে অনেক মানুষ দিনে মাত্র একবেলা খাচ্ছেন।
২১ মিনিট আগেব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৯ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
১০ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১৩ ঘণ্টা আগে