তামিলনাড়ুতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের তামিলনাড়ুতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সঞ্জয় চন্দ্র বর্মণ। অবৈধভাবে তিরুপ্পুরে বসবাসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গত শুক্রবার পুজহাল কারাগারে পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার ভেলামপালায়ম-১৫ থানার পুলিশ সঞ্জয় চন্দ্র বর্মণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাঁকে আথুপালায়মের একটি বাড়িতে খুঁজে বের করে। যেখানে তিনি ৪ দিন আগে স্থানান্তরিত হয়েছিলেন এবং ভেলামপালায়মের একটি পোশাক কারখানায় কাজের জন্য যোগ দিয়েছিলেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে সঞ্জয় চন্দ্র স্বীকার করেন, তিনি বিগত ১৩ বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করেছেন। গুজরাট পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাম পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে অনুসরণ করছিল। পুলিশের অভিযোগ, তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যদের যোগাযোগ ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সঞ্জয় চন্দ্র বর্মণের বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশে ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি তিরুপ্পুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করছিলেন। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন বলেও জানিয়েছে পুলিশ।

তামিলনাড়ু সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভেলামপালায়ম পুলিশের ইন্সপেক্টর কে প্রেমা এবং তাঁর দল তামিলনাড়ুতে সঞ্জয়ের অবৈধভাবে অবস্থানের বিষয়ে জানতে পারার পর অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্মণ পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং জাল নথি জমা দিয়ে একটি আধার কার্ডও হাসিল করেছিল। তিনি পশ্চিমবঙ্গের ঠিকানাসহ একটি প্যান কার্ডও পেয়েছিলেন। কয়েক মাস আগে সে তিরুপ্পুরে চলে আসে এবং কাছের আথুপালায়মে একটি ভাড়া রুম নিয়ে থাকতে শুরু করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত