অনলাইন ডেস্ক
দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে।
গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে।
গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন।
এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে।
গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।
দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে।
গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে।
গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন।
এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে।
গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।
ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১৭ মিনিট আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগে