কাশ্মীরে সেনাক্যাম্পে হামলায় ৩ সেনাসহ নিহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১০: ২০
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১: ১৪

ভারতের কাশ্মীরের একটি সেনাক্যাম্পে হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই সেনাসদস্য। এ ছাড়া সেনাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন দুই হামলাকারী। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরির দারহালে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই সেনাঘাঁটিতে জোরপূর্বক প্রবেশ করে দুই সন্ত্রাসী হামলা চালায়। পরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তাঁরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে সেনাক্যাম্পে বৃহস্পতিবার ভোরে হামলা চালায় সন্ত্রাসীরা। ক্যাম্পটি সেনাবাহিনীর বিভিন্ন কার্যকলাপ পরিচালনার অন্যতম ঘাঁটি ছিল। কীভাবে হামলা চালানো হয়েছিল, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে পরিকল্পনামাফিকই এই হামলা চালানো হয়েছিল বলে জানায় সেনাবাহিনী। হামলাকারীরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো জানা যায়নি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত