তিন এলাকায় নির্বাচনে বিজেপির হার

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১০: ৩৪
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১০: ৫৭

ভারতের লেহ, লাদাখ ও কার্গিল—তিন এলাকাতেই বিজেপির পরাজয় হয়েছে। তিন এলাকার জন্য স্বশাসিত পার্বত্য পরিষদে পাঁচ বছর পরপর নির্বাচন হয়। এবার ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও রাহুল গান্ধীর কংগ্রেস জোট করে লড়েছিল।

এনসি জিতেছে ১২টি ও কংগ্রেস ১০টি আসনে। বিজেপি ও নির্দলরা পেয়েছে দুটি করে আসন। ফলে ২৬ সদস্যের পার্বত্য পরিষদে বোর্ড গঠন করবে এনসি-কংগ্রেস জোট। এই নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ মানুষ ভোট দেন। খবর ডয়চে ভেলের।

লাদাখে মুসলিমদের সংখ্যা ৪৬, বৌদ্ধ ৪০ ও হিন্দু ১২ শতাংশ। আবার লেহতে বৌদ্ধ প্রায় ৪৪ ও হিন্দু ৩৫ শতাংশ। আর কার্গিলের ৭৭ শতাংশ মুসলিম, ১৪ শতাংশ বৌদ্ধ, ৭ শতাংশ হিন্দু এবং প্রায় ১ শতাংশ শিখ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত