কলকাতা প্রতিনিধি
কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের থেকে সামান্য দূরত্বে শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন হয়েছেন আরও অন্তত তিনজন। সব মিলিয়ে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন ৫ জন। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে। ঘটনার সঙ্গে বাংলাদেশ উপ-দূতাবাসের কোনো সম্পর্ক নেই। উপ-দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন।
কলকাতা পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদ থেকেই কলকাতা পুলিশের রাইফেলম্যান চোডুপ লেপচা নিজের ইনসাস রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালায়। তাঁর গুলি লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক নারী প্রাণ হারান। পরে চোড়ুপ লেপচা নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করেন।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, মানসিক অবসাদ থেকেই পুলিশ কর্মী চোডুপ লেপচা গুলি চালিয়েছে। কেন তাঁর অবসাদ সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। কেন মানসিক অবসাদ থেকে এমন কাণ্ড ঘটাল সেটিও তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলে সিসিটিভি-র ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের কোনো সম্পর্ক নেই। উপ-দূতাবাস জানিয়েছে, দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন।
শুক্রবার দুপুর দুইটার দিকে হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস সংলগ্ন এলাকা। মাত্র এক বছর আগে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া কালিম্পঙের যুবক চোডুপ লেপচা ছুটি কাটিয়ে শুক্রবারই যোগ দিয়েছিলেন উপ-দূতাবাসের পাশের পুলিশ ফাঁড়িতে। ফাঁড়িতে থাকা সহকর্মীদের পানি খেতে বাইরে যাচ্ছেন বলে বের হয়ে কয়েক মিনিটের মাথায় নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন চোডুপ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোডুপ আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। তাঁর গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলের পেছনের সিটে বসে থাকা রিমা সিং। সেখানেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালকের গায়েও গুলি লাগে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন বসির আলম ও মোহাম্মদ সরফরাজ নামে কলকাতার দুই বাসিন্দা। তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন জানান, এই ঘটনার সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই। সকলেই নিরাপদে রয়েছেন।
কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের থেকে সামান্য দূরত্বে শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন হয়েছেন আরও অন্তত তিনজন। সব মিলিয়ে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন ৫ জন। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে। ঘটনার সঙ্গে বাংলাদেশ উপ-দূতাবাসের কোনো সম্পর্ক নেই। উপ-দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন।
কলকাতা পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদ থেকেই কলকাতা পুলিশের রাইফেলম্যান চোডুপ লেপচা নিজের ইনসাস রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালায়। তাঁর গুলি লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক নারী প্রাণ হারান। পরে চোড়ুপ লেপচা নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করেন।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, মানসিক অবসাদ থেকেই পুলিশ কর্মী চোডুপ লেপচা গুলি চালিয়েছে। কেন তাঁর অবসাদ সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। কেন মানসিক অবসাদ থেকে এমন কাণ্ড ঘটাল সেটিও তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলে সিসিটিভি-র ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের কোনো সম্পর্ক নেই। উপ-দূতাবাস জানিয়েছে, দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন।
শুক্রবার দুপুর দুইটার দিকে হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস সংলগ্ন এলাকা। মাত্র এক বছর আগে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া কালিম্পঙের যুবক চোডুপ লেপচা ছুটি কাটিয়ে শুক্রবারই যোগ দিয়েছিলেন উপ-দূতাবাসের পাশের পুলিশ ফাঁড়িতে। ফাঁড়িতে থাকা সহকর্মীদের পানি খেতে বাইরে যাচ্ছেন বলে বের হয়ে কয়েক মিনিটের মাথায় নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন চোডুপ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোডুপ আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। তাঁর গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলের পেছনের সিটে বসে থাকা রিমা সিং। সেখানেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালকের গায়েও গুলি লাগে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন বসির আলম ও মোহাম্মদ সরফরাজ নামে কলকাতার দুই বাসিন্দা। তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন জানান, এই ঘটনার সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই। সকলেই নিরাপদে রয়েছেন।
যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
১ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৪ ঘণ্টা আগে