অনলাইন ডেস্ক
ভারতের জম্মু-কাশ্মীরে দীর্ঘ ১০ বছর পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ন্যাশনাল কনফারেন্স ও ভারতীয় জাতীয় কংগ্রেসের জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজেপি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন করে রাজনীতিতে ফেরা জামায়াতে ইসলামী একটি আসনও পায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের এবারের নির্বাচনে জামায়াতে ইসলামির ফেরার বিষয়টি বেশ আলোচিত ছিল। কারণ, দলটি দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল। এ ছাড়া, দলটি আগে বিভিন্ন সময় নির্বাচন বয়কটের ডাকও দিয়েছে।
এই অবস্থায় এবারের নির্বাচনে এই বিষয়টি দেখার ছিল যে, ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে জামায়াতে ইসলামি কেমন ফলাফল করে। বিশেষ করে, তারা যেসব আসনে প্রার্থী দিয়েছিল সেখানে তাদের ফলাফল কী হয় তা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। এই আগ্রহ আরও বৃদ্ধি পায়, ইঞ্জিনিয়ার রশীদের আওয়ামী ইত্তেহাদ পার্টি জামায়াতের সঙ্গে জোট বাধায়। এর আগে, মনোনয়ন দাখিলের সময় জামায়াত সমর্থিত ১০ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছিলেন। পরে অবশ্য তাদের অনেকেই পিছুটান দেন।
জামায়াত ও আওয়ামী ইত্তেহাদ পার্টি মোট ভোটের ৪ শতাংশ পেলেও দল দুটি কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, অন্যদিকে, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৯০ আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট পেয়েছে ৪৯টি। এর মধ্যে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৪২টি, কংগ্রেস পেয়েছে ৬টি, কমিউনিস্ট পার্টি (মার্কস) পেয়েছে একটি আসন। প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে ২৯টি আসন। বাকি আসনগুলো অন্যান্য দল পেয়েছে।
এদিকে, ন্যাশনাল কনফারেন্স সবচেয়ে বেশি আসন পেলেও ভোটের সংখ্যায় বিজেপি এগিয়ে। দলটি মোট ভোট পেয়েছে প্রায় ২৭ শতাংশ। বিপরীতে ন্যাশনাল কনফারেন্স পেয়েছে প্রায় সাড়ে ২৩ শতাংশ। ন্যাশনাল কনফারেন্সের জোটসঙ্গী কংগ্রেস পেয়েছে প্রায় ১২ শতাংশ ভোট।
ভারতের জম্মু-কাশ্মীরে দীর্ঘ ১০ বছর পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ন্যাশনাল কনফারেন্স ও ভারতীয় জাতীয় কংগ্রেসের জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজেপি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন করে রাজনীতিতে ফেরা জামায়াতে ইসলামী একটি আসনও পায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের এবারের নির্বাচনে জামায়াতে ইসলামির ফেরার বিষয়টি বেশ আলোচিত ছিল। কারণ, দলটি দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল। এ ছাড়া, দলটি আগে বিভিন্ন সময় নির্বাচন বয়কটের ডাকও দিয়েছে।
এই অবস্থায় এবারের নির্বাচনে এই বিষয়টি দেখার ছিল যে, ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে জামায়াতে ইসলামি কেমন ফলাফল করে। বিশেষ করে, তারা যেসব আসনে প্রার্থী দিয়েছিল সেখানে তাদের ফলাফল কী হয় তা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। এই আগ্রহ আরও বৃদ্ধি পায়, ইঞ্জিনিয়ার রশীদের আওয়ামী ইত্তেহাদ পার্টি জামায়াতের সঙ্গে জোট বাধায়। এর আগে, মনোনয়ন দাখিলের সময় জামায়াত সমর্থিত ১০ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছিলেন। পরে অবশ্য তাদের অনেকেই পিছুটান দেন।
জামায়াত ও আওয়ামী ইত্তেহাদ পার্টি মোট ভোটের ৪ শতাংশ পেলেও দল দুটি কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, অন্যদিকে, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৯০ আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট পেয়েছে ৪৯টি। এর মধ্যে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৪২টি, কংগ্রেস পেয়েছে ৬টি, কমিউনিস্ট পার্টি (মার্কস) পেয়েছে একটি আসন। প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে ২৯টি আসন। বাকি আসনগুলো অন্যান্য দল পেয়েছে।
এদিকে, ন্যাশনাল কনফারেন্স সবচেয়ে বেশি আসন পেলেও ভোটের সংখ্যায় বিজেপি এগিয়ে। দলটি মোট ভোট পেয়েছে প্রায় ২৭ শতাংশ। বিপরীতে ন্যাশনাল কনফারেন্স পেয়েছে প্রায় সাড়ে ২৩ শতাংশ। ন্যাশনাল কনফারেন্সের জোটসঙ্গী কংগ্রেস পেয়েছে প্রায় ১২ শতাংশ ভোট।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্ত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দেওয়ায় ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন। তিনি মাস্ককে সতর্ক করেছেন, যদি তিনি আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করেন, তাহলে ‘মাগা’ (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট..
৩ ঘণ্টা আগে২০২৪ সালকে বলা হচ্ছে ধনীদের ‘স্বর্ণযুগ’। এই বছরে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে মূলত প্রযুক্তি খাতের শীর্ষ বিনিয়োগকারীরাই এই
৩ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে পাঠ্যবই থেকে সিরিয়ার ঐতিহাসিক বহুদেবতাবাদী ধর্মের ইতিহাস বাদ দেওয়া। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু পাঠ্যবই সম্পূর্ণ নতুন করে লেখা হবে। কিছু অংশ মুছে ফেলা হবে, কিছু
৪ ঘণ্টা আগে