অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছর রাজনীতি থেকে অবসর নেবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার উত্তরসূরি বানানোর ক্ষেত্র তৈরি করছেন বলে মন্তব্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও বিজেপিবিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ার অন্যতম পরিচিত মুখ অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিয়েছেন অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল শনিবার অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নিজ দল আম আদমি পার্টির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেজরিওয়াল বলেন, ‘এই লোকেরা (বিজেপি নেতারা) ইন্ডিয়া জোটকে তাদের প্রধানমন্ত্রী কে হবেন—সে বিষয়ে জিজ্ঞাসা করে। এখন আমি বিজেপিকে জিজ্ঞাসা করছি, ভবিষ্যতে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদিজির বয়স ৭৫ বছর হবে। তিনি (মোদি) নিজেই নিয়ম করেছিলেন যে, ৭৫ বছর বয়সী লোকেরা (রাজনীতি থেকে) অবসরে যাবেন। এ কারণে তাঁরা এল কে আদভানি, মুরলি মনোহর যোশী ও সুমিত্রা মহাজনকে রাজনীতি থেকে অবসরে যেতে বাধ্য করেছেন।’
এ সময় দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মোদি আগামী বছর অবসরে যাবেন। তাই তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করতে ভোট চাইছেন।’ এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘অমিত শাহ কি মোদির প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে পারবেন?’
কেজরিওয়ালের মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ৭৫ বছর হলেই প্রধানমন্ত্রী মোদি অবসর নেবেন—দিল্লির মুখ্যমন্ত্রীর এমন ধারণা ভুল। তিনি বলেন, ‘আমি অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গীসাথি এবং ইন্ডিয়া ব্লককে বলতে চাই যে, বিজেপির সংবিধানে এ জাতীয় কিছুরই (৭৫ বছরের সময় সীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী মোদি কেবল এই মেয়াদ শেষ করতে চলেছেন এবং তিনি ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন। এ নিয়ে বিজেপিতে কোনো বিভ্রান্তি নেই।’
সে সঙ্গে, কেজরিওয়ালের ‘ভুল আত্মবিশ্বাস’ নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের দিকে উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তিনি আবগারি নীতি মামলা থেকে মুক্ত হননি।
অমিত শাহ আরও বলেন, ‘তিনি (অরবিন্দ কেজরিওয়াল) সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে, তাকে গ্রেপ্তারের বিষয়টি ভুল ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে। তাকে কেবল ১ জুন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে এবং ২ জুনেই তাকে আত্মসমর্পণ করতে হবে। অরবিন্দ কেজরিওয়াল যদি একে (জামিন) স্থায়ী মুক্তি মনে করেন তবে তার আইন বোঝায় ঘাটতি আছে।’
অন্তর্বর্তী জামিনের আওতায় থাকা কেজরিওয়াল তার অফিসে যেতে, অফিশিয়াল নথিতে স্বাক্ষর করতে বা দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না। যে কোনো জরুরি নথিতে স্বাক্ষর করতে হলে তাকে লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে অনুমতি নিতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট চলমান লোকসভা নির্বাচনে প্রচারণার অনুমতি দিয়ে কথিত দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি তহবিল তছরুপের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সাত দফার নির্বাচনের শেষ পর্বের ভোট গ্রহণের এক দিন পর আগামী ২ জুন তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছর রাজনীতি থেকে অবসর নেবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার উত্তরসূরি বানানোর ক্ষেত্র তৈরি করছেন বলে মন্তব্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও বিজেপিবিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ার অন্যতম পরিচিত মুখ অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিয়েছেন অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল শনিবার অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নিজ দল আম আদমি পার্টির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেজরিওয়াল বলেন, ‘এই লোকেরা (বিজেপি নেতারা) ইন্ডিয়া জোটকে তাদের প্রধানমন্ত্রী কে হবেন—সে বিষয়ে জিজ্ঞাসা করে। এখন আমি বিজেপিকে জিজ্ঞাসা করছি, ভবিষ্যতে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদিজির বয়স ৭৫ বছর হবে। তিনি (মোদি) নিজেই নিয়ম করেছিলেন যে, ৭৫ বছর বয়সী লোকেরা (রাজনীতি থেকে) অবসরে যাবেন। এ কারণে তাঁরা এল কে আদভানি, মুরলি মনোহর যোশী ও সুমিত্রা মহাজনকে রাজনীতি থেকে অবসরে যেতে বাধ্য করেছেন।’
এ সময় দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মোদি আগামী বছর অবসরে যাবেন। তাই তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করতে ভোট চাইছেন।’ এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘অমিত শাহ কি মোদির প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে পারবেন?’
কেজরিওয়ালের মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ৭৫ বছর হলেই প্রধানমন্ত্রী মোদি অবসর নেবেন—দিল্লির মুখ্যমন্ত্রীর এমন ধারণা ভুল। তিনি বলেন, ‘আমি অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গীসাথি এবং ইন্ডিয়া ব্লককে বলতে চাই যে, বিজেপির সংবিধানে এ জাতীয় কিছুরই (৭৫ বছরের সময় সীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী মোদি কেবল এই মেয়াদ শেষ করতে চলেছেন এবং তিনি ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন। এ নিয়ে বিজেপিতে কোনো বিভ্রান্তি নেই।’
সে সঙ্গে, কেজরিওয়ালের ‘ভুল আত্মবিশ্বাস’ নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের দিকে উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তিনি আবগারি নীতি মামলা থেকে মুক্ত হননি।
অমিত শাহ আরও বলেন, ‘তিনি (অরবিন্দ কেজরিওয়াল) সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে, তাকে গ্রেপ্তারের বিষয়টি ভুল ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে। তাকে কেবল ১ জুন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে এবং ২ জুনেই তাকে আত্মসমর্পণ করতে হবে। অরবিন্দ কেজরিওয়াল যদি একে (জামিন) স্থায়ী মুক্তি মনে করেন তবে তার আইন বোঝায় ঘাটতি আছে।’
অন্তর্বর্তী জামিনের আওতায় থাকা কেজরিওয়াল তার অফিসে যেতে, অফিশিয়াল নথিতে স্বাক্ষর করতে বা দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না। যে কোনো জরুরি নথিতে স্বাক্ষর করতে হলে তাকে লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে অনুমতি নিতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট চলমান লোকসভা নির্বাচনে প্রচারণার অনুমতি দিয়ে কথিত দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি তহবিল তছরুপের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সাত দফার নির্বাচনের শেষ পর্বের ভোট গ্রহণের এক দিন পর আগামী ২ জুন তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
৩৭ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
১ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
২ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৪ ঘণ্টা আগে