অনলাইন ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের পর এই প্রথম আবারও শতাধিক আসনে এককভাবে জয়ী হতে যাচ্ছে দেশটির সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোট গণনা থেকে দেখা গেছে, কংগ্রেসের প্রার্থীরা শতাধিক আসনে এগিয়ে আছেন। দুই আসন থেকে নির্বাচনে লড়া রাহুল গান্ধীও জয়ের পথেই আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার সময় থেকেই জাতীয় পর্যায়ের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। এর পরের নির্বাচন, অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ৫২টি আসন। তারপর এই প্রথম শতাধিক আসন পেতে পারে বলে দেখা যাচ্ছে।
এর আগে কংগ্রেস যখন ২০০৯ সালে কেন্দ্রে সরকার গঠন করেছিল, সে সময় দলটি এককভাবে পেয়েছিল ২০৬টি আসন। সে সময় অবশ্য কংগ্রেসের জোটের নাম ছিল ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। সেই জোটও ভালো ফল করেছিল। তবে এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও এর জোটকে হারাতে গত বছরের জুনে ইন্ডিয়া জোট গঠন করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল।
এনডিটিভির দেওয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৫৪৩টি আসনেরই ভোট গণনা চলছে। এর মধ্যে বিজেপির এনডিএ জোট ২৯৯টি আসনে এগিয়ে এবং বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে ২১২টি আসনে। এর বাইরে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৩২টি আসনে।
এদিকে, কংগ্রেসের পোস্টারবয় বলে খ্যাত রাহুল গান্ধী এবারের নির্বাচনে লড়েছেন ওয়ায়েনাদ ও রায়বেরেলি আসন থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসের সাবেক এই সভাপতি দুটি আসনেই এগিয়ে আছেন।
ভারতের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের পর এই প্রথম আবারও শতাধিক আসনে এককভাবে জয়ী হতে যাচ্ছে দেশটির সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোট গণনা থেকে দেখা গেছে, কংগ্রেসের প্রার্থীরা শতাধিক আসনে এগিয়ে আছেন। দুই আসন থেকে নির্বাচনে লড়া রাহুল গান্ধীও জয়ের পথেই আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার সময় থেকেই জাতীয় পর্যায়ের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। এর পরের নির্বাচন, অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ৫২টি আসন। তারপর এই প্রথম শতাধিক আসন পেতে পারে বলে দেখা যাচ্ছে।
এর আগে কংগ্রেস যখন ২০০৯ সালে কেন্দ্রে সরকার গঠন করেছিল, সে সময় দলটি এককভাবে পেয়েছিল ২০৬টি আসন। সে সময় অবশ্য কংগ্রেসের জোটের নাম ছিল ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। সেই জোটও ভালো ফল করেছিল। তবে এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও এর জোটকে হারাতে গত বছরের জুনে ইন্ডিয়া জোট গঠন করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল।
এনডিটিভির দেওয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৫৪৩টি আসনেরই ভোট গণনা চলছে। এর মধ্যে বিজেপির এনডিএ জোট ২৯৯টি আসনে এগিয়ে এবং বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে ২১২টি আসনে। এর বাইরে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৩২টি আসনে।
এদিকে, কংগ্রেসের পোস্টারবয় বলে খ্যাত রাহুল গান্ধী এবারের নির্বাচনে লড়েছেন ওয়ায়েনাদ ও রায়বেরেলি আসন থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসের সাবেক এই সভাপতি দুটি আসনেই এগিয়ে আছেন।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
১ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
২ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে