সাভারকারের সন্তানদের ভয়ে ভীত নই: কেজরিওয়াল

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২২, ১৮: ৪৫
Thumbnail image

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি ‘সাভারকারের সন্তানদের ভয়ে ভীত নন’। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কর্তৃক দুর্নীতি এবং মাদক মাফিয়াদের প্রশ্রয় দেওয়ার অভিযোগের বিপরীতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কথা প্রসঙ্গে এই কথা বলেন কেজরিওয়াল। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও মাদক মাফিয়াদের প্রশ্রয় দেওয়া অভিযোগ তোলেন। জবাবে কেজরিওয়াল বলেন, এসব অভিযোগ ‘সম্পূর্ণ ভুয়া’। তিনি বলেন, ‘মণীশ সিসোদিয়া দিল্লির শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এর ফলে তিনি সবার প্রশংসা অর্জন করেছেন। আর তাই কেন্দ্র তাঁকে আটকাতে চায়।’

কেজরিওয়াল আরও বলেন, ‘আমি জানতে পেরেছি, মণীশ সিসোদিয়ার বিরুদ্ধের দায়ের করা মামলা সিবিআইয়ের কাছে পাঠানো হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।’ এ সময় কেজরিওয়াল মনীশকে সৎ বলেও আখ্যা দেন।

সরকার তাঁর দলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবেই অন্যায় আচরণ করছে বলে উল্লেখ করেন কেজরিওয়াল। এ সময় তিনি বিজেপির নেতাদের ‘সাভারকারের সন্তান’ আখ্যা দিয়ে বলেন, তাঁর দলের নেতারা স্বাধীনতাযুদ্ধের নেতা ভগৎ সিংয়ের সন্তান এবং তাঁরা কেউই জেলে যাওয়ার ভয়ে ভীত নন।

লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা, দিল্লি সরকারের বিতর্কিত নতুন আবগারি নীতির বিষয়ে তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের সুপারিশ করেছেন। রাজ্যের মুখ্যসচিবের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, আবগারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মণীশ সিসোদিয়া দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মদ ব্যবসায়ীদের জন্য কাজ করেছিলেন, যার ফলে সরকারের বিপুল ক্ষতি হয়েছে।

এদিকে বিজেপির নেতারা বিনয় কুমারের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তাঁরা এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির নেত্রী মীনাক্ষী লেখী কেজরিওয়ালকে আক্রমণ করে বলেছেন, ‘নিজেকে সৎ হিসেবে সার্টিফিকেট দেওয়ার আগে তাঁর নিজেকেই প্রশ্ন করা উচিত।’ তিনি আরও বলেছেন, দিল্লি সরকার বেআইনিভাবে মদনীতি প্রণয়ন করেছে এবং এটি রাজধানীর জনগণের সঙ্গে প্রতারণা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত