অনলাইন ডেস্ক
থিরুভানান্তপুরম: ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ, ১৫০ টন ক্ষমতার তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট, কোভিড টিকার জন্য ১ হাজার কোটি রুপি এবং নতুন কোনো কর আরোপ না করার ঘোষণা দিয়েছে ভারতের কেরালা রাজ্য। আজ শুক্রবার কেরালার অর্থমন্ত্রী কেএন বালাগোপালের সংশোধিত বাজেটে এসব ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ-এর ঐতিহাসিক বিজয়ের জন্য কেরালার জনগণকে অভিবাদন জানিয়ে মন্ত্রী বিধানসভায় তাঁর বক্তব্য শুরু করেন। গত নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চার দশক ধরে ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকার রেকর্ড গড়েছে কেরালার বামপন্থী দলটি।
বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে খোঁচা দিতেও ছাড়েননি অর্থমন্ত্রী। তবে ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসন। কিন্তু বাজেট বক্তৃতায় রাজনৈতিক মন্তব্য জুড়ে দেওয়ায় এটি একটি রাজনৈতিক স্টান্টে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেট তো আগামী বছরের জন্য একটি প্রাক্কলিত ব্যয়ের হিসাব। একটি বাজেট এরই মধ্যে রয়েছে এবং এটি একটি সংশোধিত বাজেট রয়েছে। এখানে অতিরিক্ত ব্যয়ের একটি কলাম আছে। সেখানে অতিরিক্ত ব্যয় উল্লেখ আছে মাত্র ১ হাজার ৭১৫ কোটি রুপি। তাহলে ২০ হাজার কোটি রুপি কোথায়?
কেরালার সংশোধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কোভিড মহামারির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ রাখা হয়েছে। কোভিড, ইবোলা জাতীয় বায়ুবাহিত রোগের চিকিৎসার জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি জেলায় একাধিক হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনের কথাও বলা হয়েছে। গুরুতর অসুস্থদের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ১৫০ টন তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও জরুরি পরিবহনের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে।
বিনা মূল্যে টিকা ও অর্থনৈতিক প্রণোদনাতে আলাদা বরাদ্দ রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এ ছাড়া পর্যটনের জন্য ৫০ কোটি রুপির তহবিল বরাদ্দ করা হয়েছে।
থিরুভানান্তপুরম: ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ, ১৫০ টন ক্ষমতার তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট, কোভিড টিকার জন্য ১ হাজার কোটি রুপি এবং নতুন কোনো কর আরোপ না করার ঘোষণা দিয়েছে ভারতের কেরালা রাজ্য। আজ শুক্রবার কেরালার অর্থমন্ত্রী কেএন বালাগোপালের সংশোধিত বাজেটে এসব ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ-এর ঐতিহাসিক বিজয়ের জন্য কেরালার জনগণকে অভিবাদন জানিয়ে মন্ত্রী বিধানসভায় তাঁর বক্তব্য শুরু করেন। গত নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চার দশক ধরে ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকার রেকর্ড গড়েছে কেরালার বামপন্থী দলটি।
বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে খোঁচা দিতেও ছাড়েননি অর্থমন্ত্রী। তবে ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসন। কিন্তু বাজেট বক্তৃতায় রাজনৈতিক মন্তব্য জুড়ে দেওয়ায় এটি একটি রাজনৈতিক স্টান্টে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেট তো আগামী বছরের জন্য একটি প্রাক্কলিত ব্যয়ের হিসাব। একটি বাজেট এরই মধ্যে রয়েছে এবং এটি একটি সংশোধিত বাজেট রয়েছে। এখানে অতিরিক্ত ব্যয়ের একটি কলাম আছে। সেখানে অতিরিক্ত ব্যয় উল্লেখ আছে মাত্র ১ হাজার ৭১৫ কোটি রুপি। তাহলে ২০ হাজার কোটি রুপি কোথায়?
কেরালার সংশোধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কোভিড মহামারির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ রাখা হয়েছে। কোভিড, ইবোলা জাতীয় বায়ুবাহিত রোগের চিকিৎসার জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি জেলায় একাধিক হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনের কথাও বলা হয়েছে। গুরুতর অসুস্থদের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ১৫০ টন তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও জরুরি পরিবহনের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে।
বিনা মূল্যে টিকা ও অর্থনৈতিক প্রণোদনাতে আলাদা বরাদ্দ রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এ ছাড়া পর্যটনের জন্য ৫০ কোটি রুপির তহবিল বরাদ্দ করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
১৭ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৩ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৪ ঘণ্টা আগে