Ajker Patrika

ভারতে ট্রেন লাইনচ্যুত, ৩ মরদেহ উদ্ধার   

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯: ৫৮
ভারতে ট্রেন লাইনচ্যুত, ৩ মরদেহ উদ্ধার   

পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আহত ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।  

আজ বৃহস্পতিবার দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। জানা যায়, পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি আজ বিকেল ৫টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ইতিমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়েমুচড়ে গেছে। 

জানা যায়, ট্রেনটি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটছিল। প্রাথমিকভাবে জানা যায় ট্রেনটি ছাড়ার সময় ৭০০ যাত্রী ছিল।     

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছে, উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যাওয়ায় অনেকেই চাপা পড়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও ট্রেনের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে ওই এলাকার আশপাশের সব হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত