অনলাইন ডেস্ক
বিহারের মন্ত্রী রাম সুরত রাই গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে তাঁকেই করোনার টিকা তৈরির কৃতিত্ব দিয়েছেন। শুধু তা-ই নয়, বিনা মূল্যে টিকা দেওয়ায় ভারতীয় জীবন বাঁচানোর কৃতিত্বও প্রধানমন্ত্রীর মোদির বলে জানিয়েছেন তিনি।
বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন রাম সুরত রাই।
বক্তৃতায় তিনি বলেন, ‘আপনি বেঁচে আছেন, এর কৃতিত্ব নরেন্দ্র মোদির। তিনি কোভিড মহামারি চলাকালীন টিকা তৈরি করেছিলেন এবং দেশের মানুষকে বিনা মূল্যে ডোজ দিয়েছিলেন।’
বিহারের এই বিজেপি নেতা বলেন, বেশ কয়েকটি দেশ এখনো মহামারির অর্থনৈতিক প্রভাবের সঙ্গে লড়াই করছে। তবে ভারতে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘পাকিস্তানিদের সঙ্গে কথা বলে দেখুন—আমরা টেলিভিশন রিপোর্টের মাধ্যমে সেখানকার পরিস্থিতি দেখছি। আমরা ভারতীয়রা এখনো শান্তিতে আছি।’
ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার ১৮ মাস পর চলতি বছরের ১৭ জুলাই ২০০ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করেছে।
স্বাধীনতা দিবসের আগে, কেন্দ্র সরকার চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বিনা মূল্যে টিকা দেওয়ার একটি বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী মোদি চলতি মাসের শুরুতে বলেছিলেন, ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিহারের মন্ত্রী রাম সুরত রাই গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে তাঁকেই করোনার টিকা তৈরির কৃতিত্ব দিয়েছেন। শুধু তা-ই নয়, বিনা মূল্যে টিকা দেওয়ায় ভারতীয় জীবন বাঁচানোর কৃতিত্বও প্রধানমন্ত্রীর মোদির বলে জানিয়েছেন তিনি।
বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন রাম সুরত রাই।
বক্তৃতায় তিনি বলেন, ‘আপনি বেঁচে আছেন, এর কৃতিত্ব নরেন্দ্র মোদির। তিনি কোভিড মহামারি চলাকালীন টিকা তৈরি করেছিলেন এবং দেশের মানুষকে বিনা মূল্যে ডোজ দিয়েছিলেন।’
বিহারের এই বিজেপি নেতা বলেন, বেশ কয়েকটি দেশ এখনো মহামারির অর্থনৈতিক প্রভাবের সঙ্গে লড়াই করছে। তবে ভারতে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘পাকিস্তানিদের সঙ্গে কথা বলে দেখুন—আমরা টেলিভিশন রিপোর্টের মাধ্যমে সেখানকার পরিস্থিতি দেখছি। আমরা ভারতীয়রা এখনো শান্তিতে আছি।’
ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার ১৮ মাস পর চলতি বছরের ১৭ জুলাই ২০০ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করেছে।
স্বাধীনতা দিবসের আগে, কেন্দ্র সরকার চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বিনা মূল্যে টিকা দেওয়ার একটি বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী মোদি চলতি মাসের শুরুতে বলেছিলেন, ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গুলি শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিল, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগেপাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরবের হাত ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। সংবাদমাধ্যমগুলো বুশরা বিবির একটি ভিডিও বক্তব্যের বরাত দিয়ে এই খবর দিয়েছিল।
২২ মিনিট আগেভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবেন বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদা
৩৬ মিনিট আগেবাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র। যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রটির ৫ সদস্যকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল দোকান থেকে আইফোনগুলো
১ ঘণ্টা আগে