Ajker Patrika

হাজার বছর পর কেমন হবে ভারত, রূপরেখা প্রকাশ করলেন মোদি

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ মে ২০২৪, ১৭: ১৭
হাজার বছর পর কেমন হবে ভারত, রূপরেখা প্রকাশ করলেন মোদি

আগামী ১ হাজার বছর ভারত কীভাবে এগিয়ে যাবে সে বিষয়ে রূপরেখা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বড় অর্জনের জন্য প্রয়োজন বড় চিন্তা’। কথা বলেছেন, বর্তমানের চিন্তাভাবনা কীভাবে হাজার বছর পর ভারতকে উপকৃত করবে তার রূপরেখা নিয়েও। 

ভারতের স্বাধীনতার এক শ বছরে তৈরি করা রূপরেখাই পরবর্তী ১ হাজার বছরের অগ্রযাত্রার পথ তৈরি করে দেবে উল্লেখ করে মোদি বলেছেন, এখন আমাদের সময় এবং তা নষ্ট করা উচিত নয়। পরিবর্তন আনতে হবে উল্লেখ করে উদাহরণ হিসেবে তিনি ভারতের আমলাতন্ত্রের কথা টেনে বলেন, আমলাতন্ত্র কীভাবে কাজ করে তা পুনর্বিবেচনা করার প্রয়োজন। তিনি বলেন, ‘পদোন্নতিই (আমলাদের) একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়।’ 

মোদি বলেন, ‘কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণে পরিবর্তন প্রয়োজন এবং পদোন্নতিই (আমলাদের) একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়... তাঁদের জানা উচিত জীবনের উদ্দেশ্য কী।’ মোদি বলেন, ‘মানুষের মতো জাতির জীবনেও টার্নিং পয়েন্ট আছে। আমি মনে করি, আমাদের তা কাজে লাগানো উচিত।’ 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘লাল কেল্লায় আমি বলেছিলাম, আমরা ঐতিহ্য ও উন্নয়ন একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আজ আমি আবার বলছি, গত ১০০০ বছরে অনেক ঘটনাই ঘটেছে যা আমাদের বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে। তবে এখন যা ঘটছে তা আগামী ১০০০ বছর জন্য ভারতকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এটা স্পষ্ট যে, এখনই আমাদের সময়। এই সময় ভারতের, তাই সময়ের অপচয় করে আমাদের সুযোগ হারানো উচিত নয়।’ 

আগামী ১ হাজার বছর পর ভারত কেমন হবে সে বিষয়ে ইঙ্গিত দিয়ে মোদি বলেন, ‘জনস্বার্থে সরকার এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। মাথা খাঁটিয়ে খুব বড় রকমের প্রস্তুতি সম্পন্ন করেছি। দীর্ঘ সময় ধরে চলা এই অনুশীলনে আমরা মন্ত্রী, সচিব ও বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছি।’ 

এনডিটিভিকে মোদি বলেন, ‘পরিকল্পনাগুলোর লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। এগুলোকে ২৫ বছর, ৫ বছর, ১ বছর ও ১০০ দিনের বিভিন্ন পর্যায়ে রাখা হয়েছে। সম্ভবত এতে কিছু সংযোজন–বিয়োজন হবে তবে আমাদের স্বপ্ন অনেক বড়।’ তিনি বলেন, ‘আমি ৭৫ বছরের কথা ভাবছি না, আমি ১০০ বছরের কথা ভাবছি। যেখানেই গিয়েছি সবাইকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছি।’ 

বিজেপির এই নেতা বলেন, ‘আমি ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) কাছে জানতে চেয়েছিলাম, দেশ যখন স্বাধীনতার ১০০ বছরে পৌঁছাবে তখন আপনাদের পরিকল্পনা কি? আপনাদের প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান? তাঁরা আমাকে ৯০ বছরের পরিকল্পনার কথা জানায়। আমি তখন বলেছিলাম, ঠিকই আছে! তবে দেশের ১০০ বছর বয়স হলে তখন আপনারা কী করবেন?’ 

মোদি বলেন, ‘আমি ছোট ছোট চিন্তা করি না, আমার চিন্তা ভাবনা অনেক বড় ও গোছানো। দ্বিতীয়ত, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য আমার কাজ করার অভ্যাস নেই। তরুণদের মধ্যে আমি যে উদ্দীপনা দেখেছি তা কাজে লাগাতে একটি পরিকল্পনাও তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে কীভাবে তরুণদের উন্নয়নমূলক কাজে যুক্ত করা যায়, কীভাবে বড় স্বপ্ন দেখার অভ্যাস তৈরি করা যায় এবং কীভাবে অভ্যাসের পরিবর্তন করে তরুণদের কাজে লাগিয়ে বড় স্বপ্নগুলো বাস্তবায়িত করা যায় সেদিকে মনোযোগ দিতে চাই ৷ আমি বিশ্বাস করি, এই চেষ্টাগুলো ফল বয়ে আনবে।’ 

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ হয়েছে আজ সোমবার। নির্বাচন শেষ হতে বাকি আরও দুটি ধাপ। তবে নির্বাচন শেষ হওয়ার আগেই ৪০০ আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী মোদি। তিনি এনডিটিভিকে জানান, এরই মধ্যে তাঁর দল বিজেপি ৪০০টি আসন নিয়ে ঐতিহাসিক জয়ের বন্দরে পৌঁছে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত