কেন্দ্রের ষড়যন্ত্রে অবৈধ বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে বিএসএফ: মমতা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২০: ০১
Thumbnail image
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দিচ্ছে। এর ফলে রাজ্যে এখন অস্থিরতা বিরাজ করছে। তিনি এই বিষয়টিকে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ‘ষড়যন্ত্রের নীলনকশা’ বলে আখ্যায়িত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ করেন। তিনি বলেন, ‘সীমান্ত রক্ষায় নিয়োজিত বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করছে এবং পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর নির্যাতন চালাচ্ছে। সীমান্ত রক্ষা তৃণমূলের দায়িত্ব নয়। সীমান্ত আমাদের হাতে নেই। তাই কেউ যদি তৃণমূলকে দোষারোপ করে আমি তাদের জানিয়ে দিতে চাই, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের।’

তিনি আরও বলেন, ‘আমি পুলিশের ডিজিকে নির্দেশ দেব, কোন দিক দিয়ে অনুপ্রবেশ ঘটছে তা খুঁজে বের করতে। পুলিশের কাছে সব তথ্য আছে এবং কেন্দ্রও তা জানে। আমি এ বিষয়ে কেন্দ্রকে কড়া চিঠি লিখব।’

প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বাংলাদেশ বা অন্য কারও সঙ্গে শত্রুতা চাই না। কিন্তু এখানে দুষ্কৃতকারীদের আসতে দেওয়া হচ্ছে। তারা অপরাধ করে আবার সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে। বিএসএফ এতে সাহায্য করছে আর কেন্দ্রীয় সরকার এর অংশীদার।’

তিনি কেন্দ্রকে সতর্ক করে বলেন, ‘যদি কেউ বাংলায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে।’

ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যার বেশ কিছু অংশ অনিরাপদ নদ-নদী ও জলাভূমিতে ঘেরা। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই অনিরাপদ অংশগুলোই অনুপ্রবেশ ও চোরাচালানের পথ খুলে দিয়েছে।

এদিকে মমতার বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নার্সারি হয়ে উঠেছে। যারাই ধরা পড়ছে, তারা সবাই বাংলাদেশি এবং তাদের বেশির ভাগের ঠিকানা দিদির বাংলায়। মমতা দিদি ভোটের লোভে এসব করছেন। তিনি বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গকে প্রবেশদ্বার বানিয়ে ফেলেছেন।’

এর কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা’ এসে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করছে। এই ইস্যু আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজেপির মধ্যে উত্তেজনার একটি নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত