অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দুই প্রধান নেতা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির মধ্যকার দূরত্ব নিরসনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলের সভাপতি মমতা ব্যানার্জির বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে ফুপু-ভাতিজার মধ্যকার দ্বন্দ্ব নিরসনে এবং দলীয় কার্যক্রম এগিয়ে নিতে ২০ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
বৈঠকে দলীয় কাঠামো পরিবর্তন এবং নতুন পদাধিকারী নির্বাচনের বিষয়েও আলোচনা করা হয়। তবে ফুপু-ভাতিজির মধ্যে দ্বন্দ্ব থাকলেও দলের সভাপতি মমতা ভাতিজা অভিষেককেই দলের সাধারণ সম্পাদক হিসেবে রাখতে চাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বৈঠকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের আলাপকালে পার্টির নতুন নেতৃত্ব, চলমান স্থানীয় নির্বাচন ও নির্বাচনকে কেন্দ্র করে ফুপু-ভাতিজার মধ্যকার দ্বন্দ্ব নিরসনে গঠিত ২০ সদস্যের ওয়ার্কিং কমিটি নিয়ে কথা বলেন।
বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে দলের নতুন পদাধিকারী নির্বাচনের ঘোষণা দেওয়া প্রকৃতপক্ষে অভিষেক ব্যানার্জির ‘এক ব্যক্তি এক পোস্ট’ নীতি মোকাবিলা করার জন্যই দেওয়া হয়েছে। তবে অনেক বিশ্লেষকই এই বৈঠককে সাদামাটাভাবে মমতা ও তাঁর ভাতিজার মধ্যকার দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা হিসেবেই দেখছেন।
আবার অনেকের অভিমত নতুন নেতৃত্ব বাছাইয়ের বিষয়টিকে মমতা কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার একটি পদক্ষেপ হিসেবেও দেখছেন। তবে এই সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে দেখা দিয়ে দলটির পুরোনো নেতৃত্ব, দেখা হচ্ছে যা দলটিকে পুরোনো নেতৃত্ব এবং তরুণ তুর্কিদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের জ্যেষ্ঠ নেতা পার্থ চ্যাটার্জি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন হিসেবে পুনঃ নির্বাচিত হয়ে দলীয় বিষয়গুলো দেখভালে একটি ছোট কমিটি করেছিলেন। আজ সেই কমিটির সভা ছিল। বৈঠকে তিনি নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন পরই নতুন পদাধিকারীদের নির্বাচিত করবেন।’
জাতীয় ওয়ার্কিং কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং যশোবন্ত সিনহা।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দুই প্রধান নেতা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির মধ্যকার দূরত্ব নিরসনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলের সভাপতি মমতা ব্যানার্জির বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে ফুপু-ভাতিজার মধ্যকার দ্বন্দ্ব নিরসনে এবং দলীয় কার্যক্রম এগিয়ে নিতে ২০ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
বৈঠকে দলীয় কাঠামো পরিবর্তন এবং নতুন পদাধিকারী নির্বাচনের বিষয়েও আলোচনা করা হয়। তবে ফুপু-ভাতিজির মধ্যে দ্বন্দ্ব থাকলেও দলের সভাপতি মমতা ভাতিজা অভিষেককেই দলের সাধারণ সম্পাদক হিসেবে রাখতে চাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বৈঠকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের আলাপকালে পার্টির নতুন নেতৃত্ব, চলমান স্থানীয় নির্বাচন ও নির্বাচনকে কেন্দ্র করে ফুপু-ভাতিজার মধ্যকার দ্বন্দ্ব নিরসনে গঠিত ২০ সদস্যের ওয়ার্কিং কমিটি নিয়ে কথা বলেন।
বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে দলের নতুন পদাধিকারী নির্বাচনের ঘোষণা দেওয়া প্রকৃতপক্ষে অভিষেক ব্যানার্জির ‘এক ব্যক্তি এক পোস্ট’ নীতি মোকাবিলা করার জন্যই দেওয়া হয়েছে। তবে অনেক বিশ্লেষকই এই বৈঠককে সাদামাটাভাবে মমতা ও তাঁর ভাতিজার মধ্যকার দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা হিসেবেই দেখছেন।
আবার অনেকের অভিমত নতুন নেতৃত্ব বাছাইয়ের বিষয়টিকে মমতা কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার একটি পদক্ষেপ হিসেবেও দেখছেন। তবে এই সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে দেখা দিয়ে দলটির পুরোনো নেতৃত্ব, দেখা হচ্ছে যা দলটিকে পুরোনো নেতৃত্ব এবং তরুণ তুর্কিদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের জ্যেষ্ঠ নেতা পার্থ চ্যাটার্জি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন হিসেবে পুনঃ নির্বাচিত হয়ে দলীয় বিষয়গুলো দেখভালে একটি ছোট কমিটি করেছিলেন। আজ সেই কমিটির সভা ছিল। বৈঠকে তিনি নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন পরই নতুন পদাধিকারীদের নির্বাচিত করবেন।’
জাতীয় ওয়ার্কিং কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং যশোবন্ত সিনহা।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
২০ মিনিট আগেবাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভা সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে এই বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল
১ ঘণ্টা আগেকুয়েতে ঘরের ভেতরে চোখ ও হাত বেঁধে এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
১ ঘণ্টা আগেআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। গত মঙ্গলবার রয়টার্স-ইপসোস প্রকাশিত জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ কমলা হ্যারিস এবং ৪৩ শতাংশ ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। বাকি ১৩ শতাংশ লিবার্টেরিয়ান পার্টি, গ্রিন পার্টিসহ অন্যদের
২ ঘণ্টা আগে