অনলাইন ডেস্ক
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, লোকসভা নির্বাচন নিয়ে যে বুথফেরত জরিপ হয়েছে, সেটির মাধ্যমে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে। এ ছাড়া, এই বুথফেরত জরিপের ফলাফলের মাধ্যমে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। এরই মধ্যে ভারতের শেয়ারবাজারে তেজিভাব দেখা দিয়েছে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অখিলেশ যাদব বলেছেন—বিরোধী শিবির অনেক আগেই অভিযোগ করেছে, বিজেপিপন্থী গণমাধ্যমগুলো বুথফেরত জরিপে দেখাতে পারে যে, বিজেপি লোকসভায় ৩ শতাধিক আসন পাবে। তিনি বলেন, ‘যে বুথফেরত জরিপ মাসখানেক আগে তৈরি হয়েছে তা কেবল টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর ফলে নির্বাচনের ফলাফলে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে।’
আজ রোববার উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বুথফেরত জরিপের ফলাফল ব্যবহার করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। কিন্তু বিজেপি নেতাদের হতাশায় মলিন মুখই আসল সত্যটা বলে দিচ্ছে।’ এ সময় তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে জিততে যাচ্ছে। এ সময় তিনি জোটের প্রার্থী এবং তাঁদের পোলিং এজেন্টদের ইভিএমের ভোট গণনার দিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘বুথফেরত জরিপের ঘটনাক্রম বুঝুন। বিরোধীরা আগেই বলেছিল যে বিজেপিপন্থী মিডিয়া বিজেপিকে অন্তত ৩০০ আসনে বিজয়ী দেখাবে, যা জালিয়াতির সুযোগ তৈরি করবে। আজকের বিজেপিপন্থী বুথফেরত জরিপ কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। চ্যানেলগুলো কেবল এখন তা প্রচার করেছে। এই বুথফেরত জরিপের মাধ্যমে জনগণের জনমতকে প্রতারিত করা হচ্ছে।’
সমাজবাদী পার্টির এই নেতা আরও বলেন, ‘এই বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। যদি এই বুথফেরত জরিপগুলো মিথ্যা না হতো এবং বিজেপি হেরে না যেত—তাহলে বিজেপি নিজের লোকেদের দোষ দিত না। বিজেপি নেতাদের হতাশ মুখচ্ছবি থেকেই সত্য বেরিয়ে আসছে।’
ইন্ডিয়া জোটের অন্যতম এই অংশীদার আরও বলেন, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে চণ্ডীগড় মেয়র নির্বাচনের মতো পুরো দেশের ফলাফল পরিবর্তন করা যাবে না। কারণ, এবার বিরোধীরা পুরোপুরি সজাগ এবং জনগণের ক্ষোভও তুঙ্গে। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে মিশে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাও সুপ্রিম কোর্টের সক্রিয়তা দেখার পর নির্বাচনে কারচুপি করার সাহস জোগাড় করতে পারবেন না এবং তাঁরা জনগণের ক্রোধের শিকার হতে চান না।’
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, লোকসভা নির্বাচন নিয়ে যে বুথফেরত জরিপ হয়েছে, সেটির মাধ্যমে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে। এ ছাড়া, এই বুথফেরত জরিপের ফলাফলের মাধ্যমে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। এরই মধ্যে ভারতের শেয়ারবাজারে তেজিভাব দেখা দিয়েছে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অখিলেশ যাদব বলেছেন—বিরোধী শিবির অনেক আগেই অভিযোগ করেছে, বিজেপিপন্থী গণমাধ্যমগুলো বুথফেরত জরিপে দেখাতে পারে যে, বিজেপি লোকসভায় ৩ শতাধিক আসন পাবে। তিনি বলেন, ‘যে বুথফেরত জরিপ মাসখানেক আগে তৈরি হয়েছে তা কেবল টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর ফলে নির্বাচনের ফলাফলে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে।’
আজ রোববার উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বুথফেরত জরিপের ফলাফল ব্যবহার করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। কিন্তু বিজেপি নেতাদের হতাশায় মলিন মুখই আসল সত্যটা বলে দিচ্ছে।’ এ সময় তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে জিততে যাচ্ছে। এ সময় তিনি জোটের প্রার্থী এবং তাঁদের পোলিং এজেন্টদের ইভিএমের ভোট গণনার দিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘বুথফেরত জরিপের ঘটনাক্রম বুঝুন। বিরোধীরা আগেই বলেছিল যে বিজেপিপন্থী মিডিয়া বিজেপিকে অন্তত ৩০০ আসনে বিজয়ী দেখাবে, যা জালিয়াতির সুযোগ তৈরি করবে। আজকের বিজেপিপন্থী বুথফেরত জরিপ কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। চ্যানেলগুলো কেবল এখন তা প্রচার করেছে। এই বুথফেরত জরিপের মাধ্যমে জনগণের জনমতকে প্রতারিত করা হচ্ছে।’
সমাজবাদী পার্টির এই নেতা আরও বলেন, ‘এই বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। যদি এই বুথফেরত জরিপগুলো মিথ্যা না হতো এবং বিজেপি হেরে না যেত—তাহলে বিজেপি নিজের লোকেদের দোষ দিত না। বিজেপি নেতাদের হতাশ মুখচ্ছবি থেকেই সত্য বেরিয়ে আসছে।’
ইন্ডিয়া জোটের অন্যতম এই অংশীদার আরও বলেন, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে চণ্ডীগড় মেয়র নির্বাচনের মতো পুরো দেশের ফলাফল পরিবর্তন করা যাবে না। কারণ, এবার বিরোধীরা পুরোপুরি সজাগ এবং জনগণের ক্ষোভও তুঙ্গে। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে মিশে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাও সুপ্রিম কোর্টের সক্রিয়তা দেখার পর নির্বাচনে কারচুপি করার সাহস জোগাড় করতে পারবেন না এবং তাঁরা জনগণের ক্রোধের শিকার হতে চান না।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৮ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৮ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৮ ঘণ্টা আগে