অনলাইন ডেস্ক
ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে হিজাব না পরার নির্দেশ দিতে পারে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মামলাটি হাইকোর্ট উচ্চতর বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার কর্ণাটক হাইকোর্টেরই আরেকটি বেঞ্চ মামলাটি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আরেকটি বেঞ্চে পাঠায়।
কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা হিজাব পরার অধিকার নিয়ে বিতর্কের কারণে রাজ্যের সব স্কুল ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নিল রাজ্যের আদালত।
কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকদের একটি প্যানেলের কাছে মামলাটি হস্তান্তরের সময় বিচারকেরা বলেছেন, ‘সাম্প্রতিক এই ঘটনাগুলো ব্যক্তিগত অধিকার আইনের দিক বিবেচনা করে বেশ কিছু মৌলিক সাংবিধানিক প্রশ্নের জন্ম দেয়।’
এর আগে, মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের একটি বেঞ্চ এই শুনানি করে। পরে শুনানি শেষ না হওয়ায় তা আজকের জন্য মুলতবি করা হয়েছিল। অবশেষে রাজ্যটির হাইকোর্টের ওই বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত এক উচ্চতর বেঞ্চে শুনানির জন্য পাঠালো।
কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। মঙ্গলবার এক ভিডিওতে দেখা গেছে, সরকার পরিচালিত ক্যাম্পাসে জমায়েতকে ছত্রভঙ্গ করতে জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। শহরটির স্কুলগুলোতে পুলিশ ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়েছিলেন।
এর আগে, গত জানুয়ারি মাসে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাবের অধিকার নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়। সে সময় ছয় নারী শিক্ষার্থী অভিযোগ করে, মাথায় স্কার্ফ পরায় তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি। কেবল উদুপি নয় চিক্কামাগালুরুতেও ডানপন্থী দলগুলো মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায়।
কলেজটির কর্মকর্তাদের মতে, কলেজের নিয়ম শিক্ষার্থীদের ক্লাসে হিজাব পরতে দেয় কিন্তু পাঠের সময় নয়। একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গত মাসে হিজাব না পরতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তের প্রতিবাদ করলে তা পরে শিগগিরই রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক শিক্ষার্থী হিজাব বিরোধী বিক্ষোভও প্রদর্শন করে।
ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে হিজাব না পরার নির্দেশ দিতে পারে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মামলাটি হাইকোর্ট উচ্চতর বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার কর্ণাটক হাইকোর্টেরই আরেকটি বেঞ্চ মামলাটি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আরেকটি বেঞ্চে পাঠায়।
কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা হিজাব পরার অধিকার নিয়ে বিতর্কের কারণে রাজ্যের সব স্কুল ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নিল রাজ্যের আদালত।
কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকদের একটি প্যানেলের কাছে মামলাটি হস্তান্তরের সময় বিচারকেরা বলেছেন, ‘সাম্প্রতিক এই ঘটনাগুলো ব্যক্তিগত অধিকার আইনের দিক বিবেচনা করে বেশ কিছু মৌলিক সাংবিধানিক প্রশ্নের জন্ম দেয়।’
এর আগে, মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের একটি বেঞ্চ এই শুনানি করে। পরে শুনানি শেষ না হওয়ায় তা আজকের জন্য মুলতবি করা হয়েছিল। অবশেষে রাজ্যটির হাইকোর্টের ওই বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত এক উচ্চতর বেঞ্চে শুনানির জন্য পাঠালো।
কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। মঙ্গলবার এক ভিডিওতে দেখা গেছে, সরকার পরিচালিত ক্যাম্পাসে জমায়েতকে ছত্রভঙ্গ করতে জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। শহরটির স্কুলগুলোতে পুলিশ ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়েছিলেন।
এর আগে, গত জানুয়ারি মাসে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাবের অধিকার নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়। সে সময় ছয় নারী শিক্ষার্থী অভিযোগ করে, মাথায় স্কার্ফ পরায় তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি। কেবল উদুপি নয় চিক্কামাগালুরুতেও ডানপন্থী দলগুলো মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায়।
কলেজটির কর্মকর্তাদের মতে, কলেজের নিয়ম শিক্ষার্থীদের ক্লাসে হিজাব পরতে দেয় কিন্তু পাঠের সময় নয়। একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গত মাসে হিজাব না পরতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তের প্রতিবাদ করলে তা পরে শিগগিরই রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক শিক্ষার্থী হিজাব বিরোধী বিক্ষোভও প্রদর্শন করে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৫ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৬ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৭ ঘণ্টা আগে