অনলাইন ডেস্ক
দুই বছর আগে গোটা ভারত তোলপাড় ফেলা হায়দরাবাদের ‘দিশা সংঘর্ষকে’ ভুয়া সংঘর্ষ বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের শিরপুরকর কমিশন। দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে হায়দরাবাদের শামশাবাদে ২৬ বছরের এক পশু চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারতে। তার পরই গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। পুলিশের বক্তব্য ছিল, অভিযুক্তরা পালাতে গিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। তখন গুলিতে মৃত্যু হয় তাঁদের। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নিযুক্ত শিরপুরকর কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই দিনের সংঘর্ষ ছিল সম্পূর্ণ ভুয়া। খুনের সংকল্প নিয়ে পুলিশ যাঁদের ওপর গুলি চালিয়েছিল, সেই চারজনের মধ্যে তিনজনই ছিল অপ্রাপ্তবয়স্ক।
২০১৯ সালের ২৭ নভেম্বর ২৬ বছরের এক পশু চিকিৎসককে অপহরণ করা হয়। তার পর তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ওই নারীর মরদেহ হায়দরাবাদের ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নির্জন জায়গায় পুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকেই তাঁর পোড়া দেহের অংশ উদ্ধার করে পুলিশ। তদন্তের পর মহম্মদ আরিফ, চিন্তাকুন্তা চেন্নাকেশভালু, জলু শিবা এবং জলু নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ দাবি করেছিল, সেখানেই পালানোর চেষ্টা করে ওই অভিযুক্তরা। পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদেরই ওপরেই গুলি চালানোর দাবি করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, পাল্টা গুলিতে চারজনের মৃত্যু হয়।
পরে সুপ্রিম কোর্ট এই ঘটনায় তিন সদস্যের একটি কমিশন গঠন করে দেয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিরপুরকরের নেতৃত্বে তিন সদস্যের কমিশন তদন্ত করে আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমণা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে প্রতিবেদন জমা দেয়। কমিশন রিপোর্টে বলেছে, দোষী ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে খুনের মামলার রুজু করতে।
দুই বছর আগে গোটা ভারত তোলপাড় ফেলা হায়দরাবাদের ‘দিশা সংঘর্ষকে’ ভুয়া সংঘর্ষ বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের শিরপুরকর কমিশন। দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে হায়দরাবাদের শামশাবাদে ২৬ বছরের এক পশু চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারতে। তার পরই গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। পুলিশের বক্তব্য ছিল, অভিযুক্তরা পালাতে গিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। তখন গুলিতে মৃত্যু হয় তাঁদের। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নিযুক্ত শিরপুরকর কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই দিনের সংঘর্ষ ছিল সম্পূর্ণ ভুয়া। খুনের সংকল্প নিয়ে পুলিশ যাঁদের ওপর গুলি চালিয়েছিল, সেই চারজনের মধ্যে তিনজনই ছিল অপ্রাপ্তবয়স্ক।
২০১৯ সালের ২৭ নভেম্বর ২৬ বছরের এক পশু চিকিৎসককে অপহরণ করা হয়। তার পর তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ওই নারীর মরদেহ হায়দরাবাদের ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নির্জন জায়গায় পুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকেই তাঁর পোড়া দেহের অংশ উদ্ধার করে পুলিশ। তদন্তের পর মহম্মদ আরিফ, চিন্তাকুন্তা চেন্নাকেশভালু, জলু শিবা এবং জলু নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ দাবি করেছিল, সেখানেই পালানোর চেষ্টা করে ওই অভিযুক্তরা। পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদেরই ওপরেই গুলি চালানোর দাবি করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, পাল্টা গুলিতে চারজনের মৃত্যু হয়।
পরে সুপ্রিম কোর্ট এই ঘটনায় তিন সদস্যের একটি কমিশন গঠন করে দেয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিরপুরকরের নেতৃত্বে তিন সদস্যের কমিশন তদন্ত করে আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমণা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে প্রতিবেদন জমা দেয়। কমিশন রিপোর্টে বলেছে, দোষী ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে খুনের মামলার রুজু করতে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার মার্কিন সশস্ত্রবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলোগকে ইউক্রেন-রাশিয়ার জন্য বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে, কিথ কেলোগ কীভাবে প্রায় তিন বছর সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধ করবেন। ট্রাম্পের এই দূত কীভাবে যু
৮ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের হাতে সময় আছে দুই মাসেরও কম। তবে এই সময়ের মধ্যেই তিনি গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখতে চান। বাইডেনের দুই সহযোগী নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, জো বাইডেন গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি
৮ ঘণ্টা আগেভারতের গুজরাটে এক মাসের মধ্যে অন্তত ৫ জনকে খুন করেছে এক যুবক। তাঁর লক্ষ্যবস্তু ছিল ট্রেনযাত্রীরা, বিশেষ করে নারীরা। অবশেষে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর এসব হত্যার লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
৯ ঘণ্টা আগেগত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় ইমরান খান, বুশরা বিবি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তান সরকার। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কাত
৯ ঘণ্টা আগে