অনলাইন ডেস্ক
ভারতের লাদাখে আকস্মিক বন্যায় তীব্র স্রোতে ভেসে গেছে দেশটির সেনাবাহিনীর একটি ট্যাংক। আর এতে মৃত্যু হয়েছে ভেতরে থাকা পাঁচ সেনার। গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সেনারা ট্যাংক মহড়ার অংশ হিসেবে লাদাখের নাইওমা-চুশূল এলাকার একটি নদী পার হচ্ছিলেন। আকস্মিক তীব্র স্রোতে ট্যাংকটি ভেসে যায়। এ সময় ট্যাংকটিতে চার সেনা ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার অবস্থান করছিলেন। ঘটনাস্থল ভারত-চীনের মধ্যকার সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের খুবই কাছে অবস্থিত।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নাইওমা-চুশূল এলাকায় পানির স্রোতে ভেসে যাওয়া ট্যাংকটি ছিল টি-৭২ মডেলের। নদী পার হওয়ার সময় পানি খুব অল্প থাকলেও হঠাৎ করেই তীব্র বেগে পানি নেমে আসতে থাকে উজান থেকে। আর এতেই সলিলসমাধি ঘটে পাঁচ সেনার।
ভারতের প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ‘দৌলত বেগ ওল্ডি এলাকায় মহড়ার অংশ হিসেবে নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) চার জওয়ান তাদের প্রাণ হারিয়েছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচজনের মরদেহই উদ্ধার করা হয়েছে।’
দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তাঁর সেনাদের প্রাণ হারানোর ঘটনায় গভীরভাবে মর্মাহত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি বলেন, ‘আমাদের জাতির এই বীর সন্তানদের নজিরবিহীন সেবার কথা আমরা কখনোই ভুলব না।’
উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরেই ভারতের লাদাখ ও হিমাচল প্রদেশের একাংশে ভারী বর্ষণ হচ্ছে। গতকাল শুক্রবার প্রবল বর্ষণের কারণে শিমলা, কুল্লু ও কিন্নাউরে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শিমলায় ভূমিধসের কারণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য এলাকায় ভূমিধসের কারণে সড়কযোগাযোগ ব্যাহত হয়েছে।
ভারতের লাদাখে আকস্মিক বন্যায় তীব্র স্রোতে ভেসে গেছে দেশটির সেনাবাহিনীর একটি ট্যাংক। আর এতে মৃত্যু হয়েছে ভেতরে থাকা পাঁচ সেনার। গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সেনারা ট্যাংক মহড়ার অংশ হিসেবে লাদাখের নাইওমা-চুশূল এলাকার একটি নদী পার হচ্ছিলেন। আকস্মিক তীব্র স্রোতে ট্যাংকটি ভেসে যায়। এ সময় ট্যাংকটিতে চার সেনা ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার অবস্থান করছিলেন। ঘটনাস্থল ভারত-চীনের মধ্যকার সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের খুবই কাছে অবস্থিত।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নাইওমা-চুশূল এলাকায় পানির স্রোতে ভেসে যাওয়া ট্যাংকটি ছিল টি-৭২ মডেলের। নদী পার হওয়ার সময় পানি খুব অল্প থাকলেও হঠাৎ করেই তীব্র বেগে পানি নেমে আসতে থাকে উজান থেকে। আর এতেই সলিলসমাধি ঘটে পাঁচ সেনার।
ভারতের প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ‘দৌলত বেগ ওল্ডি এলাকায় মহড়ার অংশ হিসেবে নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) চার জওয়ান তাদের প্রাণ হারিয়েছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচজনের মরদেহই উদ্ধার করা হয়েছে।’
দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তাঁর সেনাদের প্রাণ হারানোর ঘটনায় গভীরভাবে মর্মাহত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি বলেন, ‘আমাদের জাতির এই বীর সন্তানদের নজিরবিহীন সেবার কথা আমরা কখনোই ভুলব না।’
উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরেই ভারতের লাদাখ ও হিমাচল প্রদেশের একাংশে ভারী বর্ষণ হচ্ছে। গতকাল শুক্রবার প্রবল বর্ষণের কারণে শিমলা, কুল্লু ও কিন্নাউরে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শিমলায় ভূমিধসের কারণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য এলাকায় ভূমিধসের কারণে সড়কযোগাযোগ ব্যাহত হয়েছে।
সাম্প্রতিক সময়ে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক হারে বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েলি দখলদারেরা। তবে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিছু বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর সেই উৎসাহে ভাটা পড়েছে। কিন্তু, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প ফিরে আসায় ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকা
১৩ মিনিট আগেঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুকে তুরুপের তাস করেছিল। কিন্তু বিজেপির সেই কৌশল কাজে দেয়নি। রাজ্যটির সাঁওতাল পরগনা অঞ্চলে আদিবাসী ভোটারদের সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপির এই প্রচারণ
১ ঘণ্টা আগেপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
৩ ঘণ্টা আগে