কলকাতা প্রতিনিধি
দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। দিল্লির পৌর নির্বাচনের প্রচার চালাতে গিয়ে মনীশ এই অভিযোগ তোলেন।
কেজরিওয়ালকে কারা হত্যার ষড়যন্ত্র করছে—এই বিষয়ে মনীশ সিসোদিয়ার সন্দেহের তির দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারির দিকে। সিসোদিয়ার দাবি, মনোজ তিওয়ারিই কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত করছেন। তবে সিসোদিয়ার এমন দাবি উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, হেরে যাওয়ার ভয়ে এমন অভিযোগের অবতারণা করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে এএপি।
গুজরাট বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই দিল্লি করপোরেশন নির্বাচনও উত্তাপ ছড়াচ্ছে। গুজরাট বিধানসভার ভোট ১ ও ৫ ডিসেম্বর। দিল্লি করপোরেশনের ভোট ৪ ডিসেম্বর। গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ৮ ডিসেম্বর হলেও দিল্লি করপোরেশনের নির্বাচনের ফল প্রকাশ হবে ৭ ডিসেম্বর। গুজরাটের বিজেপির যেমন শাসনক্ষমতা ধরে রাখাটা মর্যাদার লড়াই, তেমনি নিজেদের শাসনাধীন এলাকার পৌর নির্বাচনে জয়টাও জরুরি এএপির কাছে। তাই গুজরাটের বিধানসভার মতোই দিল্লির সিটি করপোরেশন নির্বাচনও জমে উঠেছে।
আজ শুক্রবার নির্বাচনের প্রচারে এএপির তরফে অভিযোগ করা হয়, বিজেপি সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে করপোরেশন দখল করতে চাইছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, হার নিশ্চিত বুঝে মুখ লুকানোর চেষ্টা করছে এএপি। দিল্লি করপোরেশন নির্বাচনে মূল লড়াই এএপি ও বিজেপির। তবে গুজরাটে ভোটের লড়াই কংগ্রেসও রয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতেই এএপি গুজরাটে ভোটে লড়ছে।
গুজরাটে তিন দলই জোর কদমে একে অন্যের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। সেখানে কংগ্রেস ভিডিও-প্রমাণ নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ করেছে—বিজেপি বিদেশিদের সাহায্য নিয়ে প্রচার চালাচ্ছে। যা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ। তবে নির্বাচন কমিশন এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি।
দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। দিল্লির পৌর নির্বাচনের প্রচার চালাতে গিয়ে মনীশ এই অভিযোগ তোলেন।
কেজরিওয়ালকে কারা হত্যার ষড়যন্ত্র করছে—এই বিষয়ে মনীশ সিসোদিয়ার সন্দেহের তির দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারির দিকে। সিসোদিয়ার দাবি, মনোজ তিওয়ারিই কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত করছেন। তবে সিসোদিয়ার এমন দাবি উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, হেরে যাওয়ার ভয়ে এমন অভিযোগের অবতারণা করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে এএপি।
গুজরাট বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই দিল্লি করপোরেশন নির্বাচনও উত্তাপ ছড়াচ্ছে। গুজরাট বিধানসভার ভোট ১ ও ৫ ডিসেম্বর। দিল্লি করপোরেশনের ভোট ৪ ডিসেম্বর। গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ৮ ডিসেম্বর হলেও দিল্লি করপোরেশনের নির্বাচনের ফল প্রকাশ হবে ৭ ডিসেম্বর। গুজরাটের বিজেপির যেমন শাসনক্ষমতা ধরে রাখাটা মর্যাদার লড়াই, তেমনি নিজেদের শাসনাধীন এলাকার পৌর নির্বাচনে জয়টাও জরুরি এএপির কাছে। তাই গুজরাটের বিধানসভার মতোই দিল্লির সিটি করপোরেশন নির্বাচনও জমে উঠেছে।
আজ শুক্রবার নির্বাচনের প্রচারে এএপির তরফে অভিযোগ করা হয়, বিজেপি সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে করপোরেশন দখল করতে চাইছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, হার নিশ্চিত বুঝে মুখ লুকানোর চেষ্টা করছে এএপি। দিল্লি করপোরেশন নির্বাচনে মূল লড়াই এএপি ও বিজেপির। তবে গুজরাটে ভোটের লড়াই কংগ্রেসও রয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতেই এএপি গুজরাটে ভোটে লড়ছে।
গুজরাটে তিন দলই জোর কদমে একে অন্যের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। সেখানে কংগ্রেস ভিডিও-প্রমাণ নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ করেছে—বিজেপি বিদেশিদের সাহায্য নিয়ে প্রচার চালাচ্ছে। যা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ। তবে নির্বাচন কমিশন এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৫ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৯ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে