বাংলাদেশি ভ্লগারের অবৈধপথে অনুপ্রবেশের ভিডিও ভাইরাল ভারতে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১: ০৯
Thumbnail image

ভিডিওটি পুরোনো। তবে বাংলাদেশ থেকে অবৈধপথে কীভাবে ভারতে প্রবেশ করতে হয়, তা নিয়ে বাংলাদেশি ইউটিউবারের করা ওই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে দেশটিতে। ভিডিওটি নিয়ে ভারতীয়রা সমালোচনায় মুখর হয়েছে বলে রোববার জানিয়েছে হিন্দুস্থান টাইমস। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিতর্কিত ওই ভিডিওতে দর্শকদের কোনো ভিসা পাসপোর্ট এবং বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করার উপায় দেখিয়ে দিচ্ছিলেন বাংলাদেশি ইউটিউবার। দর্শকদের তিনি বলছিলেন—ভারতে যেতে তাঁর কোনো ভিসা পাসপোর্ট লাগে না। 

 ‘ডিএইচ ট্রাভেল ইনফো’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা ওই ভিডিও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। 

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি ওই ভ্লগার সিলেটের সুনামগঞ্জ জেলার একটি একটি সীমান্ত এলাকায় দাঁড়িয়ে আছেন। তাঁর সামনেই ভারতের একটি প্রবেশপথ। তবে এই পথ ধরে গেলে অনেক ঝামেলা হতে পারে বলে দর্শকদের জানান তিনি। বিশেষ করে, ভারতের সীমান্তরক্ষী বিএসএফের কবলে পড়তে হবে। পরে তিনি একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে ভারতে প্রবেশ করে দেখান। 

ভিডিওর শেষে, ওই ভ্লগার ভারতে প্রবেশের জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন। তবে ভিডিওটিকে সহজভাবে নেয়নি ভারতীয়রা। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিওটির অংশবিশেষ কেউ একজন পোস্ট করলে ইতিমধ্যেই তা ২ লাখের বেশি মানুষ দেখেছে। ৭ হাজারের বেশি মানুষ ভিডিওটিতে রিয়েকশন দেখানোর পাশাপাশি মন্তব্যও করেছেন অনেকে। মন্তব্যকারীদের বেশির ভাগই সীমান্ত ইস্যুকে সামনে টেনে এনেছেন। 

ভিডিওর নিচে ইনস্টাগ্রাম ব্যবহারকারী অপরাজিতা দাশগুপ্ত লিখেছেন, ‘এই বিষয়ে বিএসএফ কি ঘুমিয়ে আছে? যদি এটি একজন ইউটিউবার জেনে থাকে তবে তা সবারই জানার কথা। তাহলে বিএসএফ কী করে সীমান্তে?’ 
আরেকজন লিখেছেন, ‘হ্যাঁ, তাদের কোনো ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না। একবার তারা সুড়ঙ্গ পাড়ি দিলে প্যান কার্ড, আধার কার্ড তারা কিনে নিতে পারে।’ 

তৃতীয়জন লিখেছেন, ‘এটি ভালো যে তিনি এটি দেখিয়ে দিয়েছেন। এবার এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত