অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিকে মিথ্যার সর্দার বলে আখ্যা দিয়েছেন বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, মোদি মিথ্যাকে রাজনীতির হাতিয়ার বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল ও জনগণকে বোকা বানানোর কাজ করে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার ছত্তিশগড়ে এক জনসভায় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, মোদি সব সময়ই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেগুলোর বাস্তবায়ন করেননি। এ সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও একই কথার পুনরাবৃত্তি করেন।
খাড়গে বলেন, ‘মোদির প্রধান ঘোর হলো কংগ্রেসের গায়ে কালিমা লেপনের চেষ্টা করা। জনকল্যাণে নিজের লক্ষ্য উপস্থাপন করা বাদ দিয়ে তিনি কেবল কংগ্রেসকে আক্রমণ করেন। যেখানেই তিনি যান, সেখানেই কংগ্রেসের দুর্নাম করেন এবং জনগণের সামনে মিথ্যার ফুলঝুরি ছোটান। তিনি সব সময়ই মিথ্যা বলেন, মিথ্যার সর্দার তিনি।’
গত ৯ বছরের অভিজ্ঞতা থেকে তাঁরা এই উপসংহারে পৌঁছেছেন উল্লেখ করে কংগ্রেসের সভাপতি বলেন, ‘তিনি প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে ভুলে গেছেন। আমরা এটিকে উপেক্ষা করতে পারতাম, এই ভেবে যে এটি একটি বিভ্রান্তি। তিনি (মোদি) বলেছিলেন, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা আসবে। আমরা তাও ভুলে যেতাম। তিনি বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিছুই হয়নি। তিনি একের পর এক মিথ্যা বলে গেছেন।’
খাড়গে আরও বলেন, ‘মোদি এখন বলছেন, কংগ্রেস নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতা করছে। এমনটা নয়, বরং তিনিই এমন একটা কাজের কৃতিত্ব নিচ্ছেন, যা তিনি করেননি। তিনি বলেন, কংগ্রেস জাতীয়তাবাদ বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে বিভক্ত করছে। অথচ, আমাদের (কংগ্রেসের) সব প্রধানমন্ত্রীই জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দেশের জন্য তাঁদের জীবন দিয়েছেন। আর এখন এসে তিনি (মোদি) দেশপ্রেমের লেকচার দিচ্ছেন।’ এ সময় তিনি জনগণকে ‘মিথ্যার সর্দার মোদির’ কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিকে মিথ্যার সর্দার বলে আখ্যা দিয়েছেন বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, মোদি মিথ্যাকে রাজনীতির হাতিয়ার বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল ও জনগণকে বোকা বানানোর কাজ করে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার ছত্তিশগড়ে এক জনসভায় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, মোদি সব সময়ই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেগুলোর বাস্তবায়ন করেননি। এ সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও একই কথার পুনরাবৃত্তি করেন।
খাড়গে বলেন, ‘মোদির প্রধান ঘোর হলো কংগ্রেসের গায়ে কালিমা লেপনের চেষ্টা করা। জনকল্যাণে নিজের লক্ষ্য উপস্থাপন করা বাদ দিয়ে তিনি কেবল কংগ্রেসকে আক্রমণ করেন। যেখানেই তিনি যান, সেখানেই কংগ্রেসের দুর্নাম করেন এবং জনগণের সামনে মিথ্যার ফুলঝুরি ছোটান। তিনি সব সময়ই মিথ্যা বলেন, মিথ্যার সর্দার তিনি।’
গত ৯ বছরের অভিজ্ঞতা থেকে তাঁরা এই উপসংহারে পৌঁছেছেন উল্লেখ করে কংগ্রেসের সভাপতি বলেন, ‘তিনি প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে ভুলে গেছেন। আমরা এটিকে উপেক্ষা করতে পারতাম, এই ভেবে যে এটি একটি বিভ্রান্তি। তিনি (মোদি) বলেছিলেন, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা আসবে। আমরা তাও ভুলে যেতাম। তিনি বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিছুই হয়নি। তিনি একের পর এক মিথ্যা বলে গেছেন।’
খাড়গে আরও বলেন, ‘মোদি এখন বলছেন, কংগ্রেস নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতা করছে। এমনটা নয়, বরং তিনিই এমন একটা কাজের কৃতিত্ব নিচ্ছেন, যা তিনি করেননি। তিনি বলেন, কংগ্রেস জাতীয়তাবাদ বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে বিভক্ত করছে। অথচ, আমাদের (কংগ্রেসের) সব প্রধানমন্ত্রীই জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দেশের জন্য তাঁদের জীবন দিয়েছেন। আর এখন এসে তিনি (মোদি) দেশপ্রেমের লেকচার দিচ্ছেন।’ এ সময় তিনি জনগণকে ‘মিথ্যার সর্দার মোদির’ কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে
২ ঘণ্টা আগেদুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া ১০০-এর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদের খুব কাছাকাছি পৌঁছে গেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা-কর্মী ও সমর্থকেরা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই বিক্ষোভকারীরা গতকাল সোমবার রাতে ইসলামাবাদ টোল প্লাজা
২ ঘণ্টা আগেওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের তরফ থেকে চীনের ওপর শুল্ক আরোপের বিষয়ে চীনের মত হলো—চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী।
৩ ঘণ্টা আগে