গুজরাটে বিজেপিই এগিয়ে, হিমাচলে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৩: ২৪
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৫: ৫৮

ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রত্যাশা মতোই এগিয়ে রয়েছে বিজেপি। তবে হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিরোধী কংগ্রেসের সঙ্গে। আজ বৃহস্পতিবার সকালে শুরু হয় এই দুই রাজ্যের ভোট গণনা। 

১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলাই যায়। প্রাথমিক ফলাফলে ১৮২টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১৫৫ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস জিতছে মাত্র ১৯টি আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে কংগ্রেস এত খারাপ ফল আগে কখনো করেনি। আম আদমি পার্টিসহ অন্যান্য দলগুলো ৫টি আসনে এগিয়ে রয়েছে। 

এদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল প্রদেশে এগিয়ে কংগ্রেস। ৬৮ আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে আছে ৩৫টি আসনে এবং বিজেপি ৩১ টিতে। 

গত ১ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় গুজরাটের ভোটগ্রহণ। আর হিমাচলে ভোট হয় ১২ নভেম্বর। আজই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ভোট গণনা শেষে বিকেল বা রাতের মধ্যে জানা যাবে চূড়ান্ত ফলাফল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত