অনলাইন ডেস্ক
ভারতে নির্বাচনের তফসিল ঘোষণার পর কথিত আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন। এরপরই নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তিনি। রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে। সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়ার প্রসঙ্গ। ভারতের বিদ্যমান পরিস্থিতিকে তিনি এসব দেশের সঙ্গে তুলনা করছেন। তাঁর অভিযোগ এই তিন দেশের ক্ষমতাসীনদের মতো নরেন্দ্র মোদি সরকারও বিরোধীদের ঠেকাতে খড়গহস্ত হয়েছেন।
কেজরিওয়াল বলেন, জামিন পেয়ে নির্বাচনী প্রচারে গিয়ে দেখেছেন, তাঁকে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে দিল্লির মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এতে আখেরে বিজেপিই ব্যাপক ক্ষতির মুখে পড়বে। জাতীয় পর্যায়ে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার বিজেপি–আরএসএস ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে না—এটিকে এবারের নির্বাচনের বিজেপির বড় দুর্বলতা হিসেবে দেখছেন তিনি। এ ছাড়া নরেন্দ্র মোদির পর প্রধানমন্ত্রী পদে অমিত শাহকে বসানো নিয়ে খোদ বিজেপির নেতাদের মধ্যে বিভেদ গভীর হচ্ছে বলেও মনে করছেন তিনি।
কেজরিওয়ালের আশা, এবারের নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া ৩০০ টিরও বেশি আসনে জিতবে। তাঁর আশঙ্কা, মোদি সরকার যেভাবে গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করার কাজ করেছে, আবার ক্ষমতায় এলে সব বিরোধী নেতাকে জেলে পুরে দেবে। তবে জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে ৪ জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
আম আদমি পার্টির (আপ) এ শীর্ষ নেতার মতে, কেন্দ্রীয় সরকারের একনায়কত্বের ইস্যুটি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিজেপি আর আগের মতো অবস্থানে নেই। এবার বড় পরিবর্তনের সাক্ষী থাকবে দেশ। তিনি বলেন, তাঁকে জেলে রেখে বিজেপি আপকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তা ভেস্তে গেছে।
এবারের নির্বাচনেও ধর্মের ভিত্তিতে মেরুকরণের চেষ্টা, বিশেষ করে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মুসলিমদের প্রসঙ্গ বারবার উঠে আসা প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, মানুষ এখন বিজেপির কাছ থেকে এমন হাস্যকর কথা শুনে শুনে ক্লান্ত। কখনো তারা বলে বিরোধী জোটের নেতারা তোমার জল কেড়ে নেবে, কখনো বলে বিদ্যুৎ কেটে দেবে, কখনো বলে মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে, কখনো বলে রিজার্ভেশন শেষ করে দেবে। জনগণ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সমাধান চায়।
নির্বাচনী প্রচারে বিরোধীদের পক্ষ থেকে সরকারের দুর্নীতি ও স্বৈরাচারী শাসনব্যবস্থার উল্লেখ প্রসঙ্গে আপ নেতা বলেন, স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো নির্বাচনী বন্ড। প্রতিটি নির্বাচনী বন্ডের পেছনে রয়েছে বিজেপির দুর্নীতির পুরো কাহিনি। এর মাধ্যমে বিজেপি যা দান পেয়েছে, তার বিনিময়ে কেউ না কেউ লাভবান হয়েছে। জোট সরকার গঠিত হলে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত অনুদানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও জানান তিনি।
দেশ খুব দ্রুত একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে মন্তব্য করে কেজরিওয়াল বলেন, কেন্দ্রের বিজেপি সরকার প্রথমে (ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী) হেমন্ত সোরেনকে এবং তারপর আমাকে গ্রেপ্তার করে। আমাকে গ্রেপ্তার করে তারা দেশের মানুষকে একটা বার্তা দিতে চেয়েছে, কেজরিওয়ালকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করতে পারলে যে কাউকে গ্রেপ্তার করা সম্ভব। এগুলো একনায়কতন্ত্রের লক্ষণ।
নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলে বিজেপি সংবিধান পরিবর্তন করবে এবং দেশে স্বৈরাচারী শাসন চলবে বলে আশঙ্কা করেন অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয় মেয়াদে বিজেপি শাসিত ভারত কেমন হবে সে চিত্র বর্ণনায় কেজরিওয়াল বলেন, হয় কোনো নির্বাচন হবে না, অথবা নির্বাচন হবে রাশিয়ার মতো, যেখানে পুতিন হয় বিরোধীদের জেলবন্দী করেছেন বা তাদের হত্যা করেছেন। এরপর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনি ৮৭ শতাংশ ভোট পান। বাংলাদেশ সরকার সবাইকে জেলে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। পাকিস্তানে, তারা ইমরান খানকে জেলে দেয়, তাঁর দল, তাঁর প্রতীক কেড়ে নেয় এবং জয়ী হয়। আমাদের দেশেও এ ধরনের নির্বাচন হবে। পুরো বিরোধীরা জেলে থাকবে এবং তারা ভোট পেতে থাকবে। এবারও ওরা আমাকে জেলে দিল, মণীশ সিসোদিয়াকে জেলে দিল, আমাদের দলের পাঁচজন শীর্ষ নেতাকে জেলে দিল। তারা আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে চলেছে; তারা কংগ্রেসের হিসাব জব্দ করেছে। হেমন্ত সোরেনকে কারাগারে পাঠানো হয়েছিল, তারা এনসিপিকে দুই ভাগে ভাগ করেছে, তাদের প্রতীক কেড়ে নিয়েছে। তারা শিবসেনাকে বিভক্ত করে তাদের প্রতীক কেড়ে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, স্ট্যালিন সরকারের মন্ত্রীদের মতোই। আমরা কীভাবে লড়াই করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না।
এ সাক্ষাৎকারের চীন–ভারত সম্পর্ক নিয়েও কথা বলেছেন কেজরিওয়াল। তিনি বলেন, গত ১০ বছরে, চীন অনেক জায়গায় অবৈধভাবে ভারতীয় জমি দখল করেছে এবং সেখানে তারা তাদের পরিকাঠামো নির্মাণ করেছে। দুর্ভাগ্যবশত, মোদী সরকার শুধু তা উপেক্ষাই করেনি, এই ইস্যুতে দেশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছে। মোদীর প্রিয় কিছু বন্ধুর চিনের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ রয়েছে বলেই তারা এটা করছে।
ভারতে নির্বাচনের তফসিল ঘোষণার পর কথিত আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন। এরপরই নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তিনি। রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে। সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়ার প্রসঙ্গ। ভারতের বিদ্যমান পরিস্থিতিকে তিনি এসব দেশের সঙ্গে তুলনা করছেন। তাঁর অভিযোগ এই তিন দেশের ক্ষমতাসীনদের মতো নরেন্দ্র মোদি সরকারও বিরোধীদের ঠেকাতে খড়গহস্ত হয়েছেন।
কেজরিওয়াল বলেন, জামিন পেয়ে নির্বাচনী প্রচারে গিয়ে দেখেছেন, তাঁকে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে দিল্লির মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এতে আখেরে বিজেপিই ব্যাপক ক্ষতির মুখে পড়বে। জাতীয় পর্যায়ে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার বিজেপি–আরএসএস ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে না—এটিকে এবারের নির্বাচনের বিজেপির বড় দুর্বলতা হিসেবে দেখছেন তিনি। এ ছাড়া নরেন্দ্র মোদির পর প্রধানমন্ত্রী পদে অমিত শাহকে বসানো নিয়ে খোদ বিজেপির নেতাদের মধ্যে বিভেদ গভীর হচ্ছে বলেও মনে করছেন তিনি।
কেজরিওয়ালের আশা, এবারের নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া ৩০০ টিরও বেশি আসনে জিতবে। তাঁর আশঙ্কা, মোদি সরকার যেভাবে গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করার কাজ করেছে, আবার ক্ষমতায় এলে সব বিরোধী নেতাকে জেলে পুরে দেবে। তবে জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে ৪ জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
আম আদমি পার্টির (আপ) এ শীর্ষ নেতার মতে, কেন্দ্রীয় সরকারের একনায়কত্বের ইস্যুটি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিজেপি আর আগের মতো অবস্থানে নেই। এবার বড় পরিবর্তনের সাক্ষী থাকবে দেশ। তিনি বলেন, তাঁকে জেলে রেখে বিজেপি আপকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তা ভেস্তে গেছে।
এবারের নির্বাচনেও ধর্মের ভিত্তিতে মেরুকরণের চেষ্টা, বিশেষ করে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মুসলিমদের প্রসঙ্গ বারবার উঠে আসা প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, মানুষ এখন বিজেপির কাছ থেকে এমন হাস্যকর কথা শুনে শুনে ক্লান্ত। কখনো তারা বলে বিরোধী জোটের নেতারা তোমার জল কেড়ে নেবে, কখনো বলে বিদ্যুৎ কেটে দেবে, কখনো বলে মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে, কখনো বলে রিজার্ভেশন শেষ করে দেবে। জনগণ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সমাধান চায়।
নির্বাচনী প্রচারে বিরোধীদের পক্ষ থেকে সরকারের দুর্নীতি ও স্বৈরাচারী শাসনব্যবস্থার উল্লেখ প্রসঙ্গে আপ নেতা বলেন, স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো নির্বাচনী বন্ড। প্রতিটি নির্বাচনী বন্ডের পেছনে রয়েছে বিজেপির দুর্নীতির পুরো কাহিনি। এর মাধ্যমে বিজেপি যা দান পেয়েছে, তার বিনিময়ে কেউ না কেউ লাভবান হয়েছে। জোট সরকার গঠিত হলে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত অনুদানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও জানান তিনি।
দেশ খুব দ্রুত একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে মন্তব্য করে কেজরিওয়াল বলেন, কেন্দ্রের বিজেপি সরকার প্রথমে (ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী) হেমন্ত সোরেনকে এবং তারপর আমাকে গ্রেপ্তার করে। আমাকে গ্রেপ্তার করে তারা দেশের মানুষকে একটা বার্তা দিতে চেয়েছে, কেজরিওয়ালকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করতে পারলে যে কাউকে গ্রেপ্তার করা সম্ভব। এগুলো একনায়কতন্ত্রের লক্ষণ।
নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলে বিজেপি সংবিধান পরিবর্তন করবে এবং দেশে স্বৈরাচারী শাসন চলবে বলে আশঙ্কা করেন অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয় মেয়াদে বিজেপি শাসিত ভারত কেমন হবে সে চিত্র বর্ণনায় কেজরিওয়াল বলেন, হয় কোনো নির্বাচন হবে না, অথবা নির্বাচন হবে রাশিয়ার মতো, যেখানে পুতিন হয় বিরোধীদের জেলবন্দী করেছেন বা তাদের হত্যা করেছেন। এরপর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনি ৮৭ শতাংশ ভোট পান। বাংলাদেশ সরকার সবাইকে জেলে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। পাকিস্তানে, তারা ইমরান খানকে জেলে দেয়, তাঁর দল, তাঁর প্রতীক কেড়ে নেয় এবং জয়ী হয়। আমাদের দেশেও এ ধরনের নির্বাচন হবে। পুরো বিরোধীরা জেলে থাকবে এবং তারা ভোট পেতে থাকবে। এবারও ওরা আমাকে জেলে দিল, মণীশ সিসোদিয়াকে জেলে দিল, আমাদের দলের পাঁচজন শীর্ষ নেতাকে জেলে দিল। তারা আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে চলেছে; তারা কংগ্রেসের হিসাব জব্দ করেছে। হেমন্ত সোরেনকে কারাগারে পাঠানো হয়েছিল, তারা এনসিপিকে দুই ভাগে ভাগ করেছে, তাদের প্রতীক কেড়ে নিয়েছে। তারা শিবসেনাকে বিভক্ত করে তাদের প্রতীক কেড়ে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, স্ট্যালিন সরকারের মন্ত্রীদের মতোই। আমরা কীভাবে লড়াই করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না।
এ সাক্ষাৎকারের চীন–ভারত সম্পর্ক নিয়েও কথা বলেছেন কেজরিওয়াল। তিনি বলেন, গত ১০ বছরে, চীন অনেক জায়গায় অবৈধভাবে ভারতীয় জমি দখল করেছে এবং সেখানে তারা তাদের পরিকাঠামো নির্মাণ করেছে। দুর্ভাগ্যবশত, মোদী সরকার শুধু তা উপেক্ষাই করেনি, এই ইস্যুতে দেশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছে। মোদীর প্রিয় কিছু বন্ধুর চিনের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ রয়েছে বলেই তারা এটা করছে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৭ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৮ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৯ ঘণ্টা আগে