ভগবান বিজেপিকে থামিয়ে দিয়েছেন, মন্তব্য আরএসএস নেতার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১০: ৩৪
আপডেট : ১৫ জুন ২০২৪, ১০: ৫৩

ভারতে ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেছেন দলটির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার। গত লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, বিজেপি নিজেদের রামভক্ত বলে দাবি করলেও তাঁরা অহংকারী হয়ে ওঠায় এবং ঔদ্ধত্যের কারণে ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত বৃহস্পতিবার রাজস্থানের কানোটায় ‘রামরথ অযোধ্যাযাত্রা দর্শন পুজান সমারোহ’ অনুষ্ঠানে অংশ নেন আরএসএসের এই কেন্দ্রীয় নেতা। সেখানেই বিজেপিকে একহাত নেন তিনি। অনুষ্ঠানে বিজেপির প্রতিপক্ষ ইন্ডিয়া জোটকেও ছাড় দেননি তিনি। জোটটিকে ‘রাম বিরোধী’ বলে উল্লেখ করেন ইন্দ্রেশ। 
 
ইন্দ্রেশ কুমার বলেন, ‘যারা (বিজেপি) নিজেদের রামের ভক্ত বলে দাবি করে, তারা অহংকারী হয়ে উঠেছে। তাই (লোকসভা নির্বাচনের) এই ফল হয়েছে। ঈশ্বর তাদের ঔদ্ধত্যের কারণে ভোট ও ক্ষমতার জায়গায় তাদের একটা পর্যায়ে নিয়ে থামিয়ে দিয়েছেন। অহংকারী হয়ে ওঠার কারণেই বৃহত্তম দল হওয়া সত্ত্বেও ২৪১-এ আটকে গেছে।’ 

ইন্ডিয়া জোট প্রসঙ্গে ইন্দ্রেশ কুমার বলেন, ‘তারা (ইন্ডিয়া জোট) তো রামবিরোধী। তাই কোনোভাবেই ভোটে জিততে পারত না। এ জন্য তারা ২৩৪ আসনে আটকে গেছে।’ পরে গতকাল শুক্রবার বিজেপির প্রশংসা ও ইন্ডিয়া জোটের সমালোচনা করে ইন্দ্রেশ কুমার আরও বলেন, ‘যারা রামের বিরোধিতা করেছিল, তারা সবাই ক্ষমতার বাইরে। আর যারা রামের সংকল্প নিয়েছিল তারা এখন ক্ষমতায়।’ 

নরেন্দ্র মোদির প্রশংসা করে আরএসএসর এই নেতা আরও বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠিত হয়েছে। জনগণের মধ্যে ব্যাপক বিশ্বাস আছে যে, তাঁর নেতৃত্বে দেশ প্রতিনিয়ত দ্রুত অগ্রসর হবে। আমরা আশা করি এবং কামনা করি যে, এই বিশ্বাসের প্রতিফলন ঘটবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত