প্রতিনিধি
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভা ভোটে তিনি হেরে গেলেও আজ তাঁকেই নবনির্বাচিত তৃণমূল বিধায়করা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত করেন। আগামী বুধবারই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মমতাকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হচ্ছে– এদিন বিধায়ক দলের বৈঠকের পর একথা ঘোষণা করেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের সব বিধায়কই সর্বসম্মতিক্রমে মমতাকে নেত্রী নির্বাচিত করেন।
আজ সন্ধ্যাতেই রাজভবনে গেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন তিনি। এরপরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা।
মমতা নিজেই জানিয়েছেন, শপথ গ্রহণে কোনও আড়ম্বর থাকছে না। বিজয় উৎসবও হচ্ছে না এখন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয় উৎসব হবে বড় করে।
বুধবার থেকেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমে প্রটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই স্পিকার হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজেই সাংবাদিকদের সেলফোনে পাওয়া মেসেজ দেখান তিনি।
তাঁর দাবি, নন্দীগ্রামে মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তাই আন্দোলন চলবে। আদালতেও যাবে দল। সেইসঙ্গে ইভিএম থেকে শুরু করে সবকিছুই সুরক্ষিত রাখারও দাবি তোলেন তিনি।
এদিকে, ভোটের ফল বের হতেই ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। ভোটের ফলপ্রকাশের পর ছয় জন মারা গেছে, হাজার বাড়ি ভাঙচুর হয়েছে।
বিজেপির বিরুদ্ধেও পাল্টা হিংসার অভিযোগ তোলেন মমতা। তবে দলের কর্মীদের আইন হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভা ভোটে তিনি হেরে গেলেও আজ তাঁকেই নবনির্বাচিত তৃণমূল বিধায়করা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত করেন। আগামী বুধবারই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মমতাকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হচ্ছে– এদিন বিধায়ক দলের বৈঠকের পর একথা ঘোষণা করেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের সব বিধায়কই সর্বসম্মতিক্রমে মমতাকে নেত্রী নির্বাচিত করেন।
আজ সন্ধ্যাতেই রাজভবনে গেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন তিনি। এরপরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা।
মমতা নিজেই জানিয়েছেন, শপথ গ্রহণে কোনও আড়ম্বর থাকছে না। বিজয় উৎসবও হচ্ছে না এখন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয় উৎসব হবে বড় করে।
বুধবার থেকেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমে প্রটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই স্পিকার হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজেই সাংবাদিকদের সেলফোনে পাওয়া মেসেজ দেখান তিনি।
তাঁর দাবি, নন্দীগ্রামে মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তাই আন্দোলন চলবে। আদালতেও যাবে দল। সেইসঙ্গে ইভিএম থেকে শুরু করে সবকিছুই সুরক্ষিত রাখারও দাবি তোলেন তিনি।
এদিকে, ভোটের ফল বের হতেই ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। ভোটের ফলপ্রকাশের পর ছয় জন মারা গেছে, হাজার বাড়ি ভাঙচুর হয়েছে।
বিজেপির বিরুদ্ধেও পাল্টা হিংসার অভিযোগ তোলেন মমতা। তবে দলের কর্মীদের আইন হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেজলবায়ুবিজ্ঞানী জ্যাক হাউসফাদার একটি নতুন গ্রাফিক ভিজুয়ালাইজেশন তৈরি করেছেন। দেখলে মনে হয়. যেন এটি বসন্তে ফোটা কোনো ফুল। তবে এটি রং নীল থেকে লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি উদ্বেগজনক বার্তাও দিচ্ছে। এর মানে হলো, পৃথিবী ক্রমাগত এবং দ্রুত উষ্ণ হয়ে উঠছে!
১ ঘণ্টা আগেইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি ইরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের মার্কিন মিত্র ইসরায়েলের প্রধান শত্রু ইরান আলোচনায় বসতে রাজি হবে। স্থানীয় সময় শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকা
২ ঘণ্টা আগে১৯৭৫ সালের সামরিক জান্তা সরকার চুল কাটার ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করে। ঐ নির্দেশিকায় স্কুলশিক্ষার্থীদের চুল কাটার নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল—ছেলেদের জন্য ছোট চুল এবং মেয়েদের জন্য কান পর্যন্ত বব কাট। তবে গত বুধবার আদালত সেই আদেশ বাতিল করেন। আদালত বলেছেন, এই আদেশ সংবিধান দ্বারা সুরক্ষিত...
২ ঘণ্টা আগে